আপু তো অনেক আগেই লন্ডনে চলে গিয়েছেন, আপু আজ তোমাকে খুব মিস করছি !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২১ জুন, ২০১৪, ০৬:২৪:৩৭ সন্ধ্যা

আমি আর আপু আমরা ছোট থাকতে মাদ্রাসার

প্রতিটি পরীক্ষার পর নানু বাড়ীতে আসতাম।নানু

বাড়ীতে প্রায় দশ থেকে বার দিন থাকা হতো।ক্লাস শুরু

হওয়ার কয়েকদিন আগে ফেরতাম বাড়ীতে। নানু

বাড়ী থাকাকালীন সময়টাও যে কত্ত

তাড়াতাড়ি ফুরিয়ে যেত ! দিনটিকে খুব ছোট্ট

মনে হতো,একদম চোখের পলকেই যেন শেষ

হতো একেকটি দিন। নানু বাড়ীতে যখন আসতাম সেই

সময়টিতে যে কি মজা হতো ! বলে শেষ করা যাবে না।

ছোট বেলায় আমি আর আপু নানু বাড়ির জন্য খুব পাগল

ছিলাম। যখনই নানু বাড়ীতে বেড়াতে আসতাম ,

বেড়ানো শেষ হলে আর নিজেদের

বাড়িতে ফিরে যেতে মন চাইত না।

শুধ তাই নয়,যখন আব্বা বিদেশে ছিলেন, তখন আমর নানু

বাড়ীতেই থাকতাম। সব চেয়ে মজার বিষয় হচ্ছে,

আমার ও আপুর পড়াশুনার প্রথম শিক্ষা শুরু হয় স্কুল

জীবন থেকে। আর আমরা আমাদের পড়াশুনার প্রথম

শিক্ষা গ্রহণ করি আম্মা এবং আমাদের খালামনিদের

কাছ থেকে।পরে যখন আব্বা বিদেশ থেকে পিরে আসেন

তখন আমরা আমাদের বাড়ীতে চলে যাই।এবং সেখান

থেকেই আমাদের মাদ্রাসা শিক্ষা শুরু হয়।

গতকাল আমরা সবাই নানু বাড়ীতে বেড়াতে আসলাম,

কিন্তু আপু আসলেন না।আপু আসবেন

কি করে তিনি তো এক বৎসর আগেই লন্ডনে

চলে গিয়েছেন।আগে যে নানু বাড়ীতে আসলে আনন্দ হত

তা এখন আর সেই আনন্দ নেই।কারণ, বড় মামা বিদেশে,

খালামনিরা তারা তাদের শশুর বাড়ীতে,শুধু একজন খালামনিই

বাড়ীতে আছেন। আর ছোট মামা ও মাদ্রাসায়।

কাউকে না পেয়ে এখন শুধু মামাতো ছোট ভাই মুহাম্মাদ

কে নিয়েই খেলা করছি।

যখন ছোট বেলার মজার স্মৃতি মনে হয় কোনো কিছুর

সাথেই তুলনা হয় না, সব কিছুকেই হার মানায়।

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237262
২১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
পুস্পিতা লিখেছেন : পড়লাম, কিন্তু এটি কি কবিতা লিখেছেন?!
২২ জুন ২০১৪ রাত ০১:৩৯
183865
Mujahid Billah লিখেছেন : কেন পুস্পিতা?
২২ জুন ২০১৪ রাত ০৮:১৪
184169
পুস্পিতা লিখেছেন : কবিতার মতো লাইন লাইন করে পোস্টটি দেয়া...!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File