আজ সকল মুসলমানদের গুনাহ মাফের দিন !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৩ জুন, ২০১৪, ০৯:৪৭:৪০ রাত

মধ্য-শাবান হচ্ছে আরবী শা'বান মাসের ১৫ তারিখ,

যা ভারতীয় উপমহাদেশের

মুসলমানদের মধ্যে শবে বরাত বা শব-ই-বরাত ( ﺷﺐ

ﺑﺮﺍﺕ ) নামে পরিচিত একটি পূণ্যময় রাত। বিশ্বের

বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন

করেন।যদিও ইসলামে শবে বরাতের

গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামী চিন্তাবিদদের

মাঝে মতপার্থক্য আছে। কেউ কেউ এই

দিনটিকে বিশেষভাবে পালনকে বিদ্আত মনে করেন।

এই বিশেষ রাতের ব্যাপারে কুরআনে তেমন

কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে, সিয়াহ সিত্তাহ

বা বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থের

কোনো কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক

হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থেও

এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়। এই রাতের

কথা ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায়।

ঐ হাদিস মতে, এক রাতে আয়েশা [রা.] ঘুম

থেকে উঠে পড়লেন কিন্তু হযরত মুহাম্মদ

সাঃকে বিছানায় দেখতে পেলেন

না। তিনি মহানবী সাঃ খুঁজতে বের হলেন

এবং তাঁকে জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পেলেন।

মহানবী সাঃ বললেন, ১৫ শাবানের রাতে আল্লাহ

সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং [আরবের]

কালব্ উপজাতির ছাগলের গায়ের পশমের

থেকে বেশি লোককে কৃতকর্মের জন্য ক্ষমা করেন।

উল্লেখ্য, সেসময় কালব্ গোত্র ছাগল পালনে প্রসিদ্ধ

ছিল এবং তাদের প্রচুর ছাগল ছিল। এই

হাদিসের নিচে ইমাম তিরমিযী উল্লেখ করেন, "হযরত

আবু বকরও [রা.] এরূপ

হাদিস বর্ণনা করেছেন বলে জানা যায়।

আমি (ইমাম তিরমিয়ী) শুনেছি ইমাম বুখারীকে [র.]

বলতে এই হাদিসের বর্ণনাকারীদের মাঝে একজন জায়েফ

(দূর্বল বা কম গ্রহণযোগ্য) ছিলেন।"

এর ভিত্তিতে বলা হয়, এই

হাদিসটি সম্পুর্ণরূপে গ্রহণযোগ্য না হলেও মিথ্যা নয়।

এটি সত্য হবার

সম্ভবনা আছে। ফিকাহ্ বিশারদদের মতে জায়েফ হাদিস

যদি কুর'আন পরিপন্থী না হয় তবে তা মানা যায়।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234603
১৩ জুন ২০১৪ রাত ১০:১২
হতভাগা লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির সাথে , সময়ের প্রয়োজনে জীবনের বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে , প্রয়োজনের তাকিদে অনেক দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির পাতা থেকে কেউ কাউকে ।
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
181437
Mujahid Billah লিখেছেন : খুবি দারুণ হয়েছে, যদি ও আমার লেখা কপি করে পোস্ট করেছেন, ধন্যবাদ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File