হে বোন ! তুমি কি গনধর্ষনের শিকার হয়েছো?

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১০ জুন, ২০১৪, ১১:৩৯:৩৯ রাত

হে বোন!

> তুমি কি গনধর্ষনের শিকার হয়েছো?

= আমার সাতক্ষীরার বোনেরা হয়েছে।

> তোমার সামনে থেকে নিয়ে তোমার

স্বামীকে কি গুলি করে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে?

= লক্ষীপুরে আমার আরেক বোনের

স্বামীকে করা হয়েছে।

> তোমার নওজোয়ান ভদ্র, নম্র

ভাইটিকে কি রিমান্ডের

নামে জীবন্ত লাশ বানানো হয়েছে?

= আমার হাজারো বোনের ভাইকে জীবন্ত লাশ

বানানো হয়েছে।

> ৮ মাসের প্রেগন্যান্ট অবস্থায় কি তোমাকে ৮

তলা সিঁড়ি বাইতে বাধ্য করা হয়েছে।

= বোরকা পরার অপরাধে আমার এক

বোনকে করা হয়েছিলো।

> তোমাকে কি বোরকা পরার

অপরাধে শিক্ষা প্রতিষ্ঠান

থেকে বের করে দেয়া হয়েছে।

= আমার বোন হাফসাকে ব্রাক ভার্সিটি থেকে বের

করে দেয়া হয়েছে।

প্রশ্নঃ উপরের কাজগুলো কারা করেছে জানো?

যারাই ৭১ এ হাজার হাজার মা/বোনের ইজ্জত

নিয়েছিলো।

যারা মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে,,,, ।

তারাই আজঃ বাংলাদেশকে নরক বানিয়ে রেখেছে।

জানতে চায়ঃ

হে মা/বোন!

উপরের বর্বরতা বন্ধ করতে এই নাস্তিকদের পতনের

আন্দোলনে যেতে তুমিকি তোমার আদরের ভাই/

ছেলেকে বাধা দিবে?

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233469
১০ জুন ২০১৪ রাত ১১:৪৯
সবুজেরসিড়ি লিখেছেন : এখনই জেগে উঠার সময় । সব কিছুর জবাব কড়াই গন্ডাই মিটেয়ে দেওয়া হবে ইনশাল্লাহ . . .
১১ জুন ২০১৪ রাত ০২:২০
180150
Mujahid Billah লিখেছেন : সত্যিই বলেছেন ভাই, ইনশাল্লাহ, সত্যের জয় হবে'ই হবে !!!
233562
১১ জুন ২০১৪ সকাল ০৮:৪৯
হতভাগা লিখেছেন : Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File