'প্রেমের টানে' সবাইকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাউজানের ইঞ্জিনিয়র শম্পা বড়ুয়া !!!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৩ জুন, ২০১৪, ১২:১৫:৪২ রাত

রাউজান থানার পশ্চিম

আঁধারমানিক গ্রামের প্রদীপ কুমার

বড়ুয়া এবং শিপ্রা বড়ুয়ার একমাত্র

কন্যা শম্পা বড়ুয়া।

শম্পা বড়ুয়া চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ

করে একটি ইঞ্জিনিয়ারিং স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। তানভীর নামক ঐ ছেলে পলিটেকনিকে তার সাথে একই শ্রেণিতে পড়তো।

পড়ালেখা চলাকালীন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। কিন্তু শম্পার পরিবার এই সম্পর্ক মানতে রাজি না থাকায়

তারা পারিবারিকভাবে শম্পাকে অন্যত্র বিয়ে দেয়ার আয়োজন করেছিল। কিন্তু এই বিয়ে মানতে পারেনি শম্পা।

তাই গত ১৯ এপ্রিল তানভীর মাহমুদ চৌধুরীর হাত ধরে বাড়ী ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন শম্পা বড়ুয়া। ধর্মান্তরিত

হয়ে নতুন নাম নেন জান্নাতুল মাওয়া চৌধুরী। এরপর রেজিস্ট্রিভুক্ত কাবিননামা মূলে ইসলাম ধর্ম মোতাবেক বিয়ে করেন তানভীর

মাহমুদ চৌধুরীকে। তানভীরের বাবার নাম কবির আহমদ চৌধুরী। বাড়ী সাতকানিয়া থানার ধর্মপুর গ্রামে।

অন্যদিকে শম্পা বড়ুয়ার বাবা প্রদীপ কুমার বড়ুয়াও ইঞ্জিনিয়ার এবং পিডব্লুডি-তে কর্মরত।

২২ এপ্রিল মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ধর্মান্তরিত ও বিয়ে হওয়ার কথা প্রকাশ করে তারা দুজন।

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229808
০৩ জুন ২০১৪ রাত ১২:৩৭
আহ জীবন লিখেছেন : ভাল ও সুখে থাকুক তারা এই দোয়া করি।
যদি মেয়েটি আপনার পরিছিত হয় তবে এবার ইসলামকে ভালবাসতে বলবেন। নয়ত একটা সুক্ষ তফাত থেকে যাবে এই ধর্মান্তরিত হওয়ার।
229814
০৩ জুন ২০১৪ রাত ০১:১৯
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিয়ের টানে ইসলাম, তবে ইসলামের টানে বিয়ে না।
০৩ জুন ২০১৪ সকাল ১১:১৮
176634
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইসলাম ধর্ম গ্রহনের পর ভারতের জনপ্রিয় অভিনেত্রী মনিকা ব্যানার্জি সংবাদ সম্মেলন করে বলেন "আমি টাকা কিংবা প্রেমের জন্য ইসলাম গ্রহন করিনি। ইসলামরে আদর্শে অনুপ্রেনিত হয়ে ইসলাম গ্রহন করেছি। আমার মা-বাবাই আমাকে এই মহান কাজে সাহায্য করেছে। (সূত্রঃ মানব জমিন ০২-০৬-২০১৪ )। এর আগেও ভরতের অনেক সুপারস্টার ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে।

বোদ্ধরা যাতে ইসলাম ধর্মে দিক্ষিত হতে না পারে সেজন্য বার্মাতে ধর্মান্তর বিরোধী আইন পাশ। (সূত্রঃ মানব জমিন ০১-০৬-২০১৪ )।

মন্তব্যঃ জঙ্গিধর্ম দিন দিন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে কেন রে...
229819
০৩ জুন ২০১৪ রাত ০১:৩৮
সুশীল লিখেছেন : খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিয়ের টানে ইসলাম, তবে ইসলামের টানে বিয়ে না।
০৩ জুন ২০১৪ সকাল ১১:২২
176640
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইসলাম ধর্ম গ্রহনের পর ভারতের জনপ্রিয় অভিনেত্রী মনিকা ব্যানার্জি সংবাদ সম্মেলন করে বলেন "আমি টাকা কিংবা প্রেমের জন্য ইসলাম গ্রহন করিনি। ইসলামরে আদর্শে অনুপ্রেনিত হয়ে ইসলাম গ্রহন করেছি। আমার মা-বাবাই আমাকে এই মহান কাজে সাহায্য করেছে।" (সূত্রঃ মানব জমিন ০২-০৬-২০১৪ )। এর আগেও ভরতের অনেক সুপারস্টার ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে।

বোদ্ধরা যাতে ইসলাম ধর্মে দিক্ষিত হতে না পারে সেজন্য বার্মাতে ধর্মান্তর বিরোধী আইন পাশ। (সূত্রঃ মানব জমিন ০১-০৬-২০১৪ )।

মন্তব্যঃ জঙ্গিধর্ম দিন দিন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে ক্যারে...
229887
০৩ জুন ২০১৪ সকাল ১১:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সূখে থাকো বাচা ধন।
229889
০৩ জুন ২০১৪ সকাল ১১:৫১
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো পিলাচ অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File