চলো যৌবনের আনন্দে মেতে উঠি

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০১ জুন, ২০১৪, ০৩:২২:৩৯ দুপুর

সেক্স করার জন্য মেয়েদের এতোটা কষ্ট করতে হয় ভাবলেই গা শিওরে ওঠে! কতটা সেক্স পাগল ওরা! প্রথমে হাজার সেক্রিফাইজ করে একটা প্রেম টিকিয়ে রাখতে হয়। অতঃপর মা- বাবাকে ঠকাতে হয়। ভাইয়াদের ঠকাতে হয়। প্রেমিকের বন্ধুর কাছে ছোট

হতে হয়। অতঃপর সেক্স! আবার যদি সেক্স করে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেই সে কিয়ামত দেখতে পাবে!একটু বুঝিয়ে বলতে.......

একটা গল্প বলিঃ

ছেলেমেয়ের গভীর প্রেম চলছে। ছেলেটা মেয়েটাকে বলল তোমাকে ছাড়া অন্য কাওকে বিয়ে করার প্রশ্নই ওঠে না! বিয়ে তো করবোই।

চলো সেক্স করি! যৌবনটা কেন নষ্ট করবো?" মেয়েটা রাজি হয়।

ছেলেঃ আমাদের রুম ডেট হবে ৩২ তারিখ!

মেয়েঃ ঠিকাছে। ছেলেঃ "হ্যলো লিটন, তোর ফ্ল্যাটের চাবিটা রেখে যাইস, পটায়া ফেলছি!"

মেয়েঃ আম্মু আমার না ৩২ তারিখ একটা এক্সাম আছে। এক্সামের

পর এক বান্ধবীর বাসায় দাওয়াত আছে। ফিরতে দেরি হবে। আব্বু তুমি টেনশন করো না। আরলি ফিরে আসবো। ভাইয়া তোকে আমায় এগিয়ে আনতে হবে না। বিশ্বাস রাখিস তোর বোন আর দশটা মেয়ের মতো খারাপ না। বাড়ির সবাইকে ম্যানেজ করে মেয়ে চলল লিটনের ফ্ল্যাটে! পেছনে ফেলে গেল সমাজ! সমাজ

আজ খুব তুচ্ছ! লিটনের ফ্ল্যাটটাই অনেক বড়! যাওয়ার পথে সমাজ বলল "যাও মা যাও। তবে সমাজের মান সম্মানটা একটু রেখে চলো।" অতপর ফ্ল্যাটে এসে হাজির।

ছেলেঃ এত্ত দেরি করলা ক্যান? এমন শুভ কাজে কেও এত্ত দেরি করে? তোমার জ্ঞান কবে হবে বলতো? এটা হল অমুক, ও তমুক, ও তমুক ও তমুক। ওরা আমার ফ্রেন্ড। খুব ভাল ছেলে ওরা।

দুনিয়া ওল্টে যাবে কিন্তু এ কথা কাওকে বলবে না।

মেয়েঃ ভাইয়ারা ভাল আছেন? বন্ধুরাঃ (মনে মনে) শালী বন্ধুর

সামনে বৌ এর সাথে তো কোন পাগলেও সেক্স করে না। করে? যে ছেলে বন্ধুদের জানিয়ে সেক্স করে সে কি আর তোরে বিয়ে করবে?

ওর একটা মান সম্মান আছে না? (প্রকাশ্যে) ভাবি ও কিন্তু খুব লাজুক টাইপের ছেলে! ওকে একটু ভাল করে টেক কেয়ার

কইরেন! ও মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায় তো....!

আমরা বাইরে আছি। অতপর সেক্স হয়ে গেল। এবার ছেলের

পালা প্রকাশ্যে বলার।

মেয়েঃ বিয়ে করবা কবে?

ছেলেঃ মাথা খারাপ! তোর মত একটা বাজে চরিত্রের মেয়েকে বিয়ে করবো! তুই বিয়ের আগে আমাকে দেহ দিছিস, এর আগে না জানি আরো কত্ত ছেলেকে তোর দেহ দিছিস! তোকে আমি বিশ্বাস করি না!

মেয়েটা কেঁদে কেঁদে বাসায় ফিরবে। মা বলবে জলদি খেতে আয়। রোদে ঘুরে চেহারাটার কি হইছে দেখছিস? বাবা বলবে "নে মা তোর জন্য এ মাসের বেতনের টাকায় এতো এতো পোশাক

কিনছি। পরে দেখ।" ভাইটা বলবে "আপুরে দিনকাল ভাল না।

ছেলেরা তোকে টিজ করতে পারে। একটু সাবধানে চলিস"।

আর মেয়েটা তখন তার সর্বস্ব হারিয়ে অনুশোচনায় সিক্ত, রিক্ত,

বেদনার্ত। অতঃপর আবার ছেলেটার খোঁজে....

মেয়েঃ জান তুমি কই?

ছেলেঃ ব্যস্ত আছি।

মেয়েঃ আমাকে ৫ মিনিট সময় দিবা?

ছেলেঃ এত্ত টাইম কই? কি কইবা কও?

মেয়েঃ আমাকে তারাতারি বিয়ে করো।

ছেলেঃ ৫ বছর টাইম দাও। নিজের পায়ে খাড়ায়া লই। এহন

তোমারে খাওয়ামু কি?

মেয়েঃ প্রয়োজনে গাছ তলায় ঘর বাধবো!

ছেলেঃ কি হারামি মেয়েরে মাইরি! তোমার বাপ মায় তোমারে কষ্ট

কইরা মানুষ করে নাই? ওদের কথা একটু ভাববা না? আর

তোমার ফ্যামিলির কথা তুমি না ভাবতে পারো আমার ফ্যামিলিকে আমি ফেলতে পারবো না। কারণ তারা আমাকে অনেক পরিশ্রম

করে মানুষ করছে!

মেয়েঃ আমি কিচ্ছু বুঝিনা। শুধু তোমাকে চাই!

ছেলেঃ প্যাচাল কম। বিয়া ৫ বছর পর কিন্তু রুম ডেট ৫ দিন পর পরই হবে। রাজি আছো?

মেয়েঃ রাজিও হতে পারে আবার নাও পারে। কিন্তু এরপর থেকে সে এক জ্বালাময়ী জীবন শুরু করে॥ সে জ্বালাময়ী জীবন কত দিন

দীর্ঘস্থায়ী হয় তা আমি জানি না। গল্পটা এখানেই শেষ না হয়ে যদি মেয়েটা প্রেগনেন্ট হয় বা ঘটনাটা সমাজের সবাই জেনে ফেলে তখন

মেয়েটার জীবনটা কেমন হবে?

ঘটনাটা অশ্লীল হলে ও বাস্তবতার সাথে অনেকটা মিল.... আমি জানি আমার স্ট্যাটাসটা পরে অনেকে রাগ করেছে। কিন্তু আমি এই স্ট্যাটাসটা দিছি শুধু মাত্র ছেলে মেয়েদের সচেতন করার জন্য। আপুদের বলছি যে তোমরা ছেলেদের মিষ্টি কথাতে ভুলবেন না। তোমাদের পরিবার তোমাকে অনেক ভালোবাশে এবং বিশ্বাস করে, আর ভাইয়ারা কোনো মেয়েদের জীবন নষ্ট কইরো না। কারণ অন্য কেউ যদি তোমার বোন এর সাথে এমন করে তখন তোমার কেমন লাগবে। তাই ভাইয়া এবং আপুরা সময় থাকতে ভালো হও।

বিষয়: বিবিধ

৩৩৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229035
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
নোমান২৯ লিখেছেন :







আরেকটু আবছা আবছা প্রকাশ হলে ভাল হতো ।
তাই নয় কি ?
আমাদের এই ব্লগের অধিকাংশ ব্লগার ও ভিজিটর উচ্চ রুচিবোধ সম্পন্ন(আমার মতে) ।
229038
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ব্লগডা নিচের দিকে এত্তো লম্বা যে, যতই নিচের দিকে যাচ্ছি ততই পড়নের কাপড়ডা খুইল্যা যাওনের অবস্থা!
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০২
175738
মাজহার১৩ লিখেছেন : দারুন হয়েছে।
229057
০১ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পড়লাম পুরোটা। যা বুঝলাম তা নিন্দনীয় । অতি আবেগের বশবর্তী হয়ে মেয়েরা প্রথমে এর শিকার হয় পরে যখন সর্বনাশ হয় তখন আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েদের আরো স্ট্রং হওয়া উচিত।
229231
০১ জুন ২০১৪ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়তে অশ্লিল মনে হলেও ঘটনাগুলি সত্যি তাতে সন্দেহ নাই।
229274
০১ জুন ২০১৪ রাত ১১:২৩
Mujahid Billah লিখেছেন : সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
229418
০২ জুন ২০১৪ সকাল ১১:৫৮
সাফওয়ানা জেরিন লিখেছেন : ভালো লাগলো
229966
০৩ জুন ২০১৪ দুপুর ০২:২৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
*** বন্ধুরাঃ (মনে মনে) শালী বন্ধুর

সামনে বৌ এর সাথে তো কোন পাগলেও সেক্স করে না। করে? যে ছেলে বন্ধুদের জানিয়ে সেক্স করে সে কি আর তোরে বিয়ে করবে? ***

*** মেয়েঃ বিয়ে করবা কবে?

ছেলেঃ মাথা খারাপ! তোর মত একটা বাজে চরিত্রের মেয়েকে বিয়ে করবো! তুই বিয়ের আগে আমাকে দেহ দিছিস, এর আগে না জানি আরো কত্ত ছেলেকে তোর দেহ দিছিস! তোকে আমি বিশ্বাস করি না! ***

*** কিন্তু এরপর থেকে সে এক জ্বালাময়ী জীবন শুরু করে॥ সে জ্বালাময়ী জীবন কত দিন

দীর্ঘস্থায়ী হয় তা আমি জানি না। গল্পটা এখানেই শেষ না হয়ে যদি মেয়েটা প্রেগনেন্ট হয় বা ঘটনাটা সমাজের সবাই জেনে ফেলে তখন

মেয়েটার জীবনটা কেমন হবে? ***

=== ১০০% বাস্তব ধর্মী লিখা ,
অনেক ধন্যবাদ

পিলাচ


231613
০৭ জুন ২০১৪ রাত ০২:০৮
সোহান আর চৌধুরী লিখেছেন : প্রতিনিয়তই ঘটছে এসব ঘটনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File