মারাত্মক এক্সিডেন্টে নাদিয়া'র চোখ দুটো নষ্ট হয়ে যায় !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২২ মে, ২০১৪, ১১:২৯:৫৮ রাত
...একটি সত্য ঘটনা অবলম্বনে......
- আমি বিয়ে করবো না এই ছেলেটাকে।
-কেন?
-ছেলেটা কালো এবং খাটো।
-তো? সমস্যা কি?
-সমস্যা কি সেটা তুমি বোঝনা?
- আল্লাহ
যদি তোকে কালো এবং খাটো বানাইতো?
-যদি বানাইতো, সে তখন দেখা যেত।
- আরেকবার ভেবে দেখ। ছেলেটা ভদ্র, নম্র, শিক্ষিত।
সবচেয়ে বড় কথা সে ধার্মিক।
- এটাই তো সবচেয়ে বড় সমস্যা!!
- কোনটা?
- ধার্মিক।
- তো?
- এই
ছেলেকে বিয়ে করলে আমাকে পর্দা- টর্দা এসব পালন করতে হবে!
আর শুনেছি আমরা নারী অধিকারের জন্য যেসব আন্দোলন করছি, ছেলেটা এসব পছন্দ করে না!!
- ছেলেটা ঠিকই আছে। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এর চেয়ে বেশি চাওয়াটা কি অন্যায় নয়?
- ধুর! তুমি যা-ই বলো, ছেলেটাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়!!
» এভাবেই নিজের বিয়েটা নিজেই ভেঙ্গে দিয়েছিলো নাদিয়া।
কিন্তু এর পরের দিনই এক মারাত্মক এক্সিডেন্টে তার চোখ দুটো নষ্ট হয়ে যায়!!
যথেষ্ট রূপবতী হওয়া সত্ত্বেও তাই কেউ তাকে বিয়ে করতে রাজি হলো না!!
→ইসলাম ও আল্লাহর সেরা সৃষ্টি মানুষকে অবহেলার শাস্তিটা নাদিয়া হাতে হাতেই পেয়ে গেল।
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন