কওমী মাদ্রাসার ছাত্ররা চটি না পড়ে কুরআন হাদিস পড়ে এবং গবেষনা করে!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৭ মে, ২০১৪, ১১:৩০:৪২ রাত

কওমী মাদ্রাসার ছাত্রদের আন স্মার্ট

কেনো বলা হয় ?

তাহলে মনযোগ দিয়ে শুনুন।

১)তারা কাওকে গালি গালাজ

করতে পারেনা ।

২)তারা কোনো অন্যায়ের

কাছে মাথা নত করেনা ।

৩)ইসলাম প্রতিষ্টার জন্য তারা জান

বাজি রেখে আন্দোলন করে ।

৪)তারা চটি না পড়ে কুরআন হাদিস

পড়ে এবং গবেষনা করে ।

৫)তারা কোনো পঁচা রাজনীতি করেনা ।

৬)তারা চাদাবাজি খুন

রাহাজানী ধর্ষন করেনা ।

৭)

নবী এবং ইসলামকে নিয়ে কুটুক্তি করলে তারা প্রতিবাদ

করে ।

৮)তারা আরবি ফার্সি উর্দু

বাংলা ইংলিশ সব ভাষায়

কথা বলতে পারে

৯)তারা অশ্লিল

কোনো মুভি দেখেনা ।

(তবে যারা দেখে তারা কওমী শিক্ষায়

শিক্ষত নয়)

১০)রোডে ঘাটে অথবা চা ষ্টলে বসে বিড়ি ফুকেনা ।

১১)তারা কোনো বারে গিয়ে মদ

খায়না ।

১২)তারা ইভটিজিং করেনা ।

13)তারা বিয়ের আগে প্রেম লিলায়

মত্ত হয়না,(মা-বাবার পছন্দই তাদের

পছন্দ।)

14)তারা ভন্ডামি ও

ধোকাবাজী করতে পারেনা।

15)অঢ়েল সম্পদের লোভ

করেনা,অল্পতেই তারা তুষ্ট।

এরকম আরো অনোক খারাপ গুণ তাদের

মাঝে বিদ্যমান আছে,যেগুলো এখন

কলমে আসছেনা ।

কারো যদি আরো কিছু

জানা থাকে তাহলে এ্যাড

করে দিবেন প্লিজ

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222857
১৮ মে ২০১৪ রাত ০১:১১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File