সুন্দরী কল গার্ল !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৬ মে, ২০১৪, ০৫:২০:২৩ বিকাল

ফেসবুকে ছবি আপলোড করাই ছিল তার জীবনাবসানের কারণ। ছেলেরা তার ছবিটা সেভ করে ঠিকানাসহ সুন্দরী কল গার্ল হিসাবে প্রথমে গুগলে ছাড়ে। এর পর বিভিন্ন ওয়েবসাইটেও ছাড়তে থাকা। সেখানে তার নিজের এবং পরিচিতিদের মোবাইল নম্বরও ছিল। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে। একসময় মেয়েটি এলাকায় কল গার্ল হিসাবে পরিচিত হয়ে যায়। পরিবার তাকে ধিক্কার দিতে থাকে। এ যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ বলছে পরিচিত কোন ছেলে চক্র এ কাজ করেছে। ভারতের আজ এই ঘটনা থেকে আপনিও শিক্ষা লাভ

করতে পারেন এবং ওপরকেও শিক্ষা দিতে পারেন। এবার আপনি সুন্দরী বলে ফেসবুকে লাইক পাবার আশায় ঘন ঘন ছবি আপলোড করছেন-একটু ভেবে দেখুন আপনার পরিনতি এমন হতে পারে কি না।

বিষয়: বিবিধ

৩৮৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222306
১৬ মে ২০১৪ বিকাল ০৫:২৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আহারে.... কেন ফেবুতে ছবি শেয়ার করতে গেলিরে পাগলি। Sad
222311
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : যেসব মেয়েরা বেশী উশৃঙ্খল তারাই এসব বিপদে পড়ে। ভদ্র মেয়েরা কখনো এসবের ভিতর যায় না।
222340
১৬ মে ২০১৪ রাত ০৮:৩৮
বিন হারুন লিখেছেন : আশা করছি আমাদের বোনেরা সচেতন হবেন.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File