সুন্দরী কল গার্ল !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৬ মে, ২০১৪, ০৫:২০:২৩ বিকাল
ফেসবুকে ছবি আপলোড করাই ছিল তার জীবনাবসানের কারণ। ছেলেরা তার ছবিটা সেভ করে ঠিকানাসহ সুন্দরী কল গার্ল হিসাবে প্রথমে গুগলে ছাড়ে। এর পর বিভিন্ন ওয়েবসাইটেও ছাড়তে থাকা। সেখানে তার নিজের এবং পরিচিতিদের মোবাইল নম্বরও ছিল। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে। একসময় মেয়েটি এলাকায় কল গার্ল হিসাবে পরিচিত হয়ে যায়। পরিবার তাকে ধিক্কার দিতে থাকে। এ যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ বলছে পরিচিত কোন ছেলে চক্র এ কাজ করেছে। ভারতের আজ এই ঘটনা থেকে আপনিও শিক্ষা লাভ
করতে পারেন এবং ওপরকেও শিক্ষা দিতে পারেন। এবার আপনি সুন্দরী বলে ফেসবুকে লাইক পাবার আশায় ঘন ঘন ছবি আপলোড করছেন-একটু ভেবে দেখুন আপনার পরিনতি এমন হতে পারে কি না।
বিষয়: বিবিধ
৩৮৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন