লুটেরা

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০২ অক্টোবর, ২০১৩, ১১:৫৭:৪৩ সকাল



আজ রাণী মৌমাছির অভিষেক,

পদ্মাসনে বসে আছে সে মৌপুরীতে

শ্রমিকেরা কজে ব্যাস্ত

কেউ গেছে ফুলের বনে

মধু জোগার করতে হবে

রানীর মুখে তুলে দিতে হবে মোহন ভোগ।

বিশাল রাজপুরীতে কত কুঠুরী

তবুও রানীর নতুন প্রাসাদ চায়

নির্মাণ কাজে কেউ কেউ ব্যাস্ত,

কেউ ব্যাস্ত সাজ সজ্জায়

বিশাল এ কর্ম যজ্ঞে কারো অবকাশ নেই ।

খাদ্য গুদামে নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রহরীরা টহল দিচ্ছে অনবরত।

Good Luck Rose Rose Rose Rose Rose Good Luck

হঠাৎ শোরগোল, হাঙ্গামা আর কালো ধুম্রজাল

রাসায়নিক অস্ত্রের আক্রমণে বিধ্বস্ত সৈন্য বাহিনী

ধোঁয়ায় ভরে যায় মৌপুরী

সৃষ্টির সেরা এ বাহিনীর কাছে তারা অসহায়

নেই কোনো আধুনিক মারনাস্ত্র বা ক্ষেপণাস্ত্র,

তবুও সংশপ্তকেরা লড়ে যায়,

কেউ কেউ উদভ্রান্তের মত ছড়িয়ে যায়,

ধারালো অস্ত্রের আঘাতে রাজপুরীর একাংশ খসে পরে,

অবশেষে দস্যুরা পিছু হটে।

যুদ্ধ শেষে শ্রান্ত বিধস্ত সৈনিকরা দেখে,

ওদের খাদ্য গুদাম লুট করেছে

মানব জাতির একাংশ।



বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File