প্রসঙ্গঃ পলিটেকনিক Institute। বাংলাদেশের মহান সংবিধান লংঘিত হয়ে যেখানে প্র্যাকটিস হচ্ছে একই বিষয়ে একদেশে দুই আইনের জুলুম।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ অক্টোবর, ২০১৩, ১১:৫৬:০৪ সকাল

পলিটেকনিক ইনষ্টিটিউটের সমস্যা সম্পর্কে অনেকেই জানেন না। পলিটেকনিক ৪ বছরের কোর্স। এসএসসি এর পরে ভর্তি হতে হয়। বর্তমানে গোল্ডেন এ+ পেয়েও অনেকে ভর্তি হতে পারছেন না। সরকারী বেসরকারী পলিটেকনিকের ছাত্রছাত্রীদেরকেও কারিগরী শিক্ষাবোর্ডের আন্ডারে বোর্ড কর্তৃক করা একই প্রশ্নে পরীক্ষা দিতে হয়। বিএসসির কাছাকাছি পড়ায়া ৪ বছর ডিপ্লোমা শেষ করে আপনি তাদের কোন যুক্তিতে ইন্টারের (এইচএসসি) মান দিবেন? কাউকে ইন্টারমিডিয়েট কলেজ থেকে ২ বছরে এইচএসসি সার্টিফিকেট দিবেন আবার কাউকে ৪ বছরে অনেক খাটায়া ২ বছরের ইন্টার মানের সার্টিফিকেট দিবেন? কিভাবে সম্ভব! একই বিষয়ে এক দেশে দুই আইন প্র্যাকটিসের অধিকার বাংলাদেশের সংবিধান কি দিয়েছে!!!

হাইকোর্টে কেন যে সংশ্লিষ্টরা এই বিষয়ে রিট করেনা আল্লাহ মালুম!

তাই আমার প্রস্তাবনা ছিল

আমার প্রস্তাবনা হল পলিটেকনিক ছাত্রদের কোর্সটি ৫ বছরের করা হোক এবং বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (পাস) এর মর্যাদা দেয়া হোক। তাদের সিলেবাসটার ডিজাইন এমন হোক প্রথম ২ বছর পরে যেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারে। ৫ বছরের কোর্স শেষ করে তারা যেন ২ বছরের এমএসসি করতে পারে সেই সুযোগও করে দিতে পারে।

আজ পলিটেকনিক থেকে পাশ করা ছাত্ররা দুর্বিসহ কষ্ট ও যাতনা ভোগ করে যাচ্ছে। ৪ বছরে কোর্স শেষ করে ইন্টার মানের সার্টিফিকেট নিয়ে আবার ৪ বছরের বিএসসি করতে হচ্ছে। এটা চরম অবিচার। এই অবিচারের বিপক্ষে জনমত গঠন সময়ের দাবী।

সিলেবাস নিয়ে প্রশ্ন থাকলে সিলেবাস আপগ্রেড করা যেতে পারে। বিএসসি (পাস) ইঞ্জিনিয়ারিং ডিগ্রী মানে তো বিএসসি অনার্স ইঞ্জিনিয়ারিং নয়।

কাউকে আজীবন ২য় শ্রেনী করে রাখার অন্যায় আবদার মেনে নেয়া যায়না।

পলিটেকনিক শেষ করে আজীবন ইন্টার মানের করে রাখার রাষ্ট্রীয় সিদ্ধান্তকে লাথি মারা উচিত। রাষ্ট্রের কাজ সমান সুযোগ ও ন্যায় বিচার নিশ্চিত করা। কাউকে দাস করা নয়।

কেহ মেধা বিকাশ করতে চাইলে আপনি তাকে বাধা দিতে পারেননা।

নিজে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে অন্যকে ছোট করাটা মানবিক নয়। আমার আপনার ছেলে মেয়ে ভাই বোন কাল যে পলিটেকনিকে ভর্তি হবেনা তা আপনি বলতে পারেননা। জুলুম জুলুমই। স্বার্থপর না হয়ে মানবিক দৃষ্টিতে দেখুন।

আমি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইইবির ) মেম্বার। তবুও পলিটেকনিক ছাত্রদের আন্দোলনে ১০০% সমর্থন ব্যক্ত করছি।

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File