দুর্বল ঈমানের লক্ষণ সমূহ
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৪:৪৮ রাত
১। পাপ করার পরেও নিজের মনের মধ্যে দোষের ভাব জাগ্রত না হওয়া।
২। কঠিন হৃদয়ের অধিকারী হওয়া এবং কুরান তিলাওয়াতের প্রতি কোনো রকম আগ্রহ সৃষ্টি না হওয়া।
৩। সৎ কাজে আলস্য আসা, যেমন সালাতে বিলম্ব করা।
৪। সুন্নতের প্রতি অবহেলা প্রদর্শন করা।
৫। ঘন ঘন মুডের পরিবর্তন হওয়া, যেমন ছোট-খাট ব্যাপারে খুব খুশী হওয়া, অধিকাংশ সময় বিতৃষ্ণার মধ্যে থাকা।
৬। পবিত্র কুরানের কোনো আয়াত শুনলেও মনের মধ্যে কোনো ভাবান্তর না হওয়া, উদাহরণ স্বরূপ যখন আল্লাহ আমাদের শাস্তির ভয় দেখিয়ে সতর্ক করেন অথবা যখন আনন্দের সুসংবাদ দেন।
৭। আল্লাহর স্মরণ ও জিকির করাকে নিজের কাছে কঠিন মনে হওয়া।
৮। শরীয়া বিরুদ্ধ কাজ হতে দেখলেও খারাপ না লাগা।
৯। সহায় সম্পত্তি ও সামাজিক মর্যাদার আকাঙ্ক্ষী হওয়া।
১০। খুব নীচ ও কৃপণ স্বভাবের হওয়া। উদাহরণ স্বরূপ, অর্থ- সম্পদ ব্যয় করতে কুন্ঠা বোধ করা।
১১। নিজে ভালো কাজ না করা, অথচ ঐ সমস্ত কাজ করতে অন্যকে আদেশ করা।
১২। অন্যের দুঃসময় দেখে নিজে প্রীত বোধ করা।
১৩। হারাম-হালাল এর ব্যাপারেই সচেতন থাকা, মাকরূহ নিয়ে বিচলিত না হওয়া।
আসুন আমরা উপরের পয়েন্ট গুলোর আলোকে নিজেদের ঈমানী শক্তি মিলিয়ে নেই।
[ স্মরণ রাখবেন, আমাদের নবী সাল্লাল্লাহুয়ালাইহিয়াসসাল্লাম বলেছেন, কেউ যদি একটি আয়াত ও জানে, তা যেন সে অন্যের কাছে পোঁছে দেয়। আসুন আমরা উপরোক্ত বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেই, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে।]
সৌজন্যঃ ডাঃ জাকির নায়েক
ভাবানুবাদঃ মোতাহারুল ইসলাম।
বিষয়: বিবিধ
১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন