শেখ হাসিনার নির্বাচনী চরিত্রের নমুনা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৫:৪০ রাত

ক্রেতা: একটা বেনসন দেন তো।

বিক্রেতা: এই নেন।

ক্রেতা: ওহ হো আমার কাছে তো খুচরা নেই। পাঁচ শ টাকার নোট ভাংতি আছে?

বিক্রেতা: না ভাই, আমার কাছে ভাংতি নাই।

ক্রেতা: ওকে। পুরো নোটটাই রেখে দিন। আমি এই এলাকায় নতুন এসেছি। পরে এসে বাকি টাকা নিয়ে যাবো।

পরদিন।

ক্রেতা: বেনসন আছে?

বিক্রেতা: কয়টা দেব স্যার?

ক্রেতা: দুটা দেন।...

বিক্রেতা: এই নেন সেদিনের সব বাকি টাকা।

পরদিন।

ক্রেতা: বেনসন হবে?

বিক্রেতা: কয়টা দেব স্যার?

ক্রেতা: এক প্যাকেট।

বিক্রেতা: এই নিন।

ক্রেতা: ওহ হো, আমি তো মানিব্যাগ ফেলে এসেছি। টাকাটা কাল দেই।

বিক্রেতা: কোন সমস্যা নেই স্যার।

এরপর যা হবার তাই হলো। সেই ক্রেতাকে সেই এলাকায় আর দেখা গেল না। বিক্রেতা ঠকিয়া বুঝিল আগেরবার তাহার কাছে ইচ্ছা করিয়া পাঁচ শত টাকার নোট রাখিয়া দিয়াছিল সেই প্রতারক।

পাঠক এবার একই রকম আর একটি ঘটনার দিকে মনযোগ দিন।

শেখ হাসিনা: চার সিটিতে নির্বাচন দিলাম। নেন নির্বাচন খান।

জনগণ: ঘাপলা করবেন নাতো?

শেখ হাসিনা: আরে কী কয়! নির্বাচন দেইখা তারপর কথা কন!

পরের ঘটনা

শেখ হাসিনা: দেখলেন তো কেমন সুন্দর নির্বাচন দিলাম। এবারের ডিল গাজিপুরে।

জনগণ: এবার কি ঘাপলা করবেন নাকি?

শেখ হাসিনা: দেখেন এখানে আমরা এমনেই জিতবো। ঘাপলা করবো কেন?

এরপরের ঘটনা

শেখ হাসিনা: জাতীয় নির্বাচনটা আমার অধীনে হবে।

জনগণ: কিন্তু যদি ঘাপলা করেন?

শেখ হাসিনা: আগের দুইবার কি ঘাপলা করছি?

জনগণ: এবারে করবেন বলেই তো আগের বার করেন নাই, এই জিনিসটা বোঝার মতো বুদ্ধি শুধু আপনার মাথায় আছে, আমাদের মাথায় নাই মনে করছেন?

শেথ হাসিনা Shoks. জনগণ Rocks

ফেসবুক থেকে সংগৃহীত

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File