আমার প্রতি ছুড়ে দেয়া কিছু প্রশ্নের জবাব।
লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৮:৩১ রাত
প্রশ্ন গুলা@--
¤ ভাই আপনে মওদুদী সাহেবের ভুল
ধরেন, জাকির ভাই, আহলে হাদীস,
নামধারী সুন্নী, দেওয়ানবাগী,
রাজারবাগী, আটরশী সবারই ভুল
ধরেন ব্যাপারটা কি ????
আপনার কি কোন যোগ্যতা আছে তাদের ভুল
ধরার ????
তাদের ভুল ধরার
আগে প্রথমে তাদের মত হন।
তারপরে তাদের ভুল ধরেন।#
¤ মন্তব্যঃ
ভাই আপনে নাস্তিকদের ভুল ধরেন,
আবার চাচিনা, মগা, চিনু এদেরও
ভুল ধরেন ব্যাপারটা কি ????
আপনার কি কোন
যোগ্যতা আছে তাদের ভুল ধরার ????
তাদের ভুল ধরার
পূর্বে প্রথমে তাদের মত
(নাস্তিক, দুর্নিতিবাজ) হন।
তারপর তাদের ভুল ধরেন
বুঝেছেন ? ????
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন