পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি “কামিতা ২০৫০”

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ৩০ জুন, ২০১৫, ১১:৪৫:০০ রাত

পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি “কামিতা ২০৫০” অনন্ত জলিল মায়ের কোলে মাথা রেখে: মা আমি একটি ছেলেকে পছন্দ করি। আমাদের সাথে পড়ে। অনেক কিউট আর হ্যান্ডসাম। ওর ঠোটগুলোতে সব সময় লাল লিপস্টিক মাখা থাকে।

মা: কি বলিস। কি নাম ওই ছেলের?

জলিল: শাকিব খান।

মা: তোদের ক্লাসের বিলকিস বেগমের কি হলো? তুই না ওকে পছন্দ করতি?

নায়ক: না মা.. ওর বিয়ে হয়ে গেছে। ও তসলিমা বেগমের হাত ধরে পালিয়েছে।

মা: যাক.. তাও একটা মেয়ের হাত ধরে পালিয়েছে। তোর বোনটা যে আমার মুখে চুনকালি মাখিয়ে একটা ছেলের হাত ধরে পালালো এই লজ্জা রাখি কোথায়? মেয়ে হয়ে একটা ছেলের হাত ধরে পালালো। দেশে কি মেয়ের অভাব পড়েছে? ছি:... আচ্ছা শাকিবের গার্ডিয়ানকে আসতে বল। শাকিব খান গার্ডিয়ান নিয়ে অনন্তের বাড়িতে রওয়ানা দিয়েছে। এমন সময় বাহিনী নিয়ে ডিপজলের এ্যটাক।

শাকিব খান: ছেড়ে দে শয়তান। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না।

ডিপজল: হে হে হে… আমারতো ওইটাই দরকার। অবশেষে জলিল ঢিসুম ঢিসুম করে উদ্ধার করলো। গার্ডিয়ান নিয়ে ছেলে পক্ষ এখন জলিলের বাড়িতে। ছেলে দেখে মা বললেন, মাশাল্লাহ… সূর্যের মতো মুখ। আমার পছন্দ হয়েছে। দাও বাবা হাতটা দাও। মা শাকিব খানের হাতে আংটি পরাতে পরাতে বললেন… আমার শাশুড়ি আমাকে এই আংটি দিয়েছিলো। আজ তোমাকে পরিয়ে দিলাম। এর মূল্য রেখো বাবা। শাকিব খান মায়ের পায়ে সালাম করতে করতে.. দোয়া করবেন মা। জলিল আর আমার সংসার যেন সুখের হয়। অবশেষে সানাই বাজিয়ে বিয়ে হলো। কাঁচা ফুল দিয়ে বাসর সাজানো। শাকিব খান মাথা নুইয়ে বিছানায় বসে। জলিল আস্তে করে দরজা লাগিয়ে শাকিবের পাশে এসে বসলো। এই মুখটা তোলো না। এর পর পরই শুরু হলো বৃষ্টিভেজা উদ্যাম নৃত্য... দুজনের গায়ে অর্ধেক খোলা স্বচ্ছ সাদা জামা। জলিল গাইছে, চির দিনই তুমি যে আমার যুগে আমি তোমারই। শাকিব জলিলের হাত ধরে.. আমি আছি সেই যে তোমার তুমি আছ সেই আমারি.....!! তারপর দুজন এক সাথে… সঙ্গী

সঙ্গী আমরা অমর সঙ্গী......হলের দর্শক সাড়িতে বসে থাকা এক পুরুষ আরেক পুরুষকে এক নারী আরেক নারীকে

জড়িয়ে ধরে আবেগে চোখ মুছছে। ১ বছর পর… জলিল আর শাকিব দুজনেই হাসপাতালে। ডাক্তার চেকাপ করে খুব উচ্ছ্বাসিত হয়ে মাকে বললো… খুশির খবর আছে। মা আবেগে চোখের পানি ফেলে… বুঝে গেছি ডাক্তার সাহেব বুঝে গেছি। আমি দাদী হতে চলেছি। আমার এতো আনন্দ লাগে ক্যারে। অনন্ত বিছানায় শুয়ে মায়ের দিকে তাকিয়ে: হে হে অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ।

ডাক্তার: তুই চুপ থাক। মায়ের দিকে তাকিয়ে, দু:খিত, আপনি ভুল বুঝেছেন। দুইটায়ই অর্শ্ব আর গনোরিয়া রোগে ভুগছে। এক জনের পাইলস তো চরম আকারে। খুশির খবর হলো ওদের পেট যে ফুলে আছে জলিলের পেটে আড়াই মণ লিপস্টিক পাওয়া গেছে। আর শাকিবের পেটে পাওয়া গেছে জলিলের মুছ। বাজারে লিপস্টিকের ভালো দাম। এগুলো বিক্রি করে আপনি কোটিপতি হয়ে যাবেন। আর আপনার দেখি দাদী হওয়ার অনেক শখ। তালগাছ লাগিয়ে কলা আশা করেন কিভাবে? মা চোখ মুছতে মুছতে… আমি কোটি টাকা চাই না। আমি দাদী হতে চাই। দাদী ডাক শুনতে চাই। সমাপ্ত ।। আমেরিকা সহ প্রায় ২৫টি দেশে সমকামীতা বৈধতা দেয়া হয়েছে। কোন সন্দেহ নেই বাংলাদেশেও এক সময় দেয়া হবে। আর তখন আমেরিকায় শিশু কামিতা, কুকুর কামিতা, ছাগল কামীতা, মুরগী কামীতার বৈধতা পাবে। দোকানে মুরগী কিনতে গেলে

দোকানদার জিজ্ঞেস করবে মুরগী কি খাইতে নিবেন নাকি কামীতা করতে? খাওয়ারটা ৩০০ টাকা কেজি আর কামীতা

মুরগী সাড়ে ৫০০ টাকা। আরেকটা আছে অস্ট্রেলিয়ান হাইব্রিড। ওটা দিয়ে দুটোই করতে পারবেন। দাম একটু বেশি। ছি:….দুদিন ধরে সমকামীতা নিয়ে লিখবো লিখবো ভাবছিলাম। কিন্তু ঘৃণায় আমার.লিখা আসছে না। এদেরকে ঘৃণা জানানোর ভাষাও আমার জানা নেই। সমকামীতার উপকারিতা নিয়ে অনেকগুলো পোস্ট আমার হোম পেজে ভেসে আসছে। যারা এগুলো লিখছেন তাদের জন্য এত্তগুলা আফসোস। উপরের কাল্পনিক ছবিতে শাকিব খান এবং অনন্ত জলিলের নাম ব্যবহার করেছি। আশা করি তাদের ফ্যানরা এটাকে ফান হিসেবেই নেবেন।

বিষয়: বিবিধ

১৭২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328085
০১ জুলাই ২০১৫ রাত ১২:২১
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
328102
০১ জুলাই ২০১৫ রাত ০২:৪০
এ,এস,ওসমান লিখেছেন : সব রংধনু Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মানে বিশ্বের ২৫ টা দেশের সরকার কার্যকর্মের লোক জন সমকামী Thinking Thinking Thinking Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
328144
০১ জুলাই ২০১৫ সকাল ১১:২৭
উদাস পথিক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File