বাংলার বিখ্যাত !!! কুখ্যাত প্রথম সারীর কয়েকজন ইসলামবিদ্বেষী নাস্তিক যারা মানবজাতির দুষ্মন ইসলামের দুষ্মন (পর্ব-১)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ জুলাই, ২০১৫, ১২:৫৫:৩৯ রাত

১। আহমেদ শরীফ:



নতুন প্রজন্মের অনেকেই এই নাস্তিকের নাম জানে না।

তার একটা বিখ্যাত উক্তি-“পুরুষদের যদি সততা দরকার না হয় ,তবে নারীদের সতীত্বের কেন দরকার?

নারীরাও যেভাবে খুশি যৌনাঙ্গ বিলাতে পারবে।” ( লেখাটি লেখার জন্য আল্লাহ আমায় মাফ করুন, কিন্তু শয়তানটির স্বরূপ উন্মোচনের জন্য লিখলাম ) ।

স্বঘোষিত নাস্তিক তার ইচ্ছা মেনে মৃত্যূর পর তার জানাজা এবং কবর কোনটাই হয়নি।

২। হুমায়ুন আজাদ:

বাংলা সাহিত্যের অশ্লীল ও কুরুচিপুর্ণ লেখার জনক।

সারাজীবন ধর্মের প্রতি বিষোদগার করে গেলেও মৃত্যূর পর ধর্ম মেনে ঠিকই তার জানাজা ও কবর দেয়া

হয়েছে, সে এটাই চেয়েছিল কারন মুখে নাস্তিকতার বড় বড় বুলি আওড়ালেও মৃত্যূ পরবর্তী জীবন নিয়ে সম্ভবত সে ভীত ছিল।

মেয়ে মৌলি আজাদের ভাষায়-মাত্রাতি রিক্ত সেক্সের প্রাধান্য থাকতো বাবার উপন্যাসে। তাই মাঝে মধ্যে বিরক্তই হতাম

হুমায়ুন আজাদের কুখ্যাত কিছু উক্তি-

এক একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি।মাঝারী স্তন আমার পছন্দ, সরু মাংসল উরু আমার পছন্দ চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে। কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত-পা বাঁধা

বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে।



অতি সাধারন অশিক্ষিত এক কৃষক হয়েও সে বাংলার নাস্তিক সমাজের মধ্যমনি।

ইসলামী জ্ঞানের স্বল্পতা থাকার দরুন না বুঝেই ইসলাম ধর্ম নিয়ে অনেক অভিযোগ উত্থাপন করেছিল। কুরআন-হাদীসের ভূল ধরতে গিয়ে সে কেবল তার জ্ঞানের সীমাবদ্ধতাকেই তুলে ধরতে পেরেছে। তবুও

শুধুমাত্র ইসলাম বিরোধীতা করার কারনে নাস্তিকরা তাকে নিজেদের ধর্মগুরু বানিয়ে নিয়েছে।

৪। কবি শামসুর রহমান:

শামসুর রহমানের একটি কুখ্যাত উক্তি-

আযানের ধ্বনি বেশ্যার খদ্দের ডাকার ধ্বনির মত মনে হয় নাউজুবিল্লাহ।এই একটা উক্তিই প্রমান

করে শামসুর রহমান কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল- আপনি কি চান আপনার কবর হোক আপনার খালার কবরের পাশে?

নাস্তিকটা জবাব দিয়েছিল-আমি তো আমার কবর হোক এটাই চাই না।

৫। তসলিমা নাসরিন:

তাকে চেনে না এমন লোক খুব কমই আছে।

তার একটি বিখ্যাত উক্তি-পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে লেখক ইমদালুল হক মিলন,সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মুহম্মদ, সৈয়দ

শামসুল হক, মিনার মাহমুদ সহ আরো অসংখ্য পুরুষ বৈধ/অবৈধভাবে তাকে ভোগ করেছে বলে তসলিমা তার আত্মজীবনিতে অভিযোগ করেছে!!

সে কি মাপের ইসলামবিদ্বেষী সেটা নিশ্চয়ই কাউকে বুঝিয়ে বলতে হবে না। সে নিজেকে নাস্তিক দাবী করলেও খেয়াল করলে দেখবেন তার যত ক্ষোভ, যত ঘৃণা সব কিছুই ঝাড়ে কেবল ইসলাম ধর্মের উপর। সনাতন ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম অথবা ইহুদীদের নিয়ে তার কোন মাথাব্যথা তেমন চোখে পড়ে না।

সংকলিত ইন্টারনেট থেকে এবং ফেচবুক থেকে( ভুল হলে অনুগ্রহ করে কমেন্ট করবেন ক্ষমা চেয়ে নিব)

বিষয়: বিবিধ

৫১৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328091
০১ জুলাই ২০১৫ রাত ০১:৪৪
সাজেদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ
০১ জুলাই ২০১৫ সকাল ১০:০২
270428
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
328115
০১ জুলাই ২০১৫ রাত ০৩:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : হয় তো আরও কিছু পর্ব বের করবেন!!! অপেক্ষায় থাকলাম।
০১ জুলাই ২০১৫ সকাল ১০:০৯
270429
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশআল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
328147
০১ জুলাই ২০১৫ সকাল ১১:৪৪
হতভাগা লিখেছেন : আল্লাহ উনাদেরকে উনাদের প্রাপ্য দান করুন - আমিন।
০১ জুলাই ২০১৫ দুপুর ১২:২৮
270433
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : good
328155
০১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৮
আবু জান্নাত লিখেছেন : আরো বিস্তারিত জানতে চাই।
০১ জুলাই ২০১৫ দুপুর ০১:২৩
270436
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশআল্লাহ
জাযাকাল্লাহ
328388
০৩ জুলাই ২০১৫ রাত ০২:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ সিরিয়াল।পোস্ট গুলো মুছবেন না। ভবিষ্যতে কাজে লাগাব। ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৫
270679
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অবশ্ব্যই
জাযাকাল্লাহ
378516
০৯ অক্টোবর ২০১৬ রাত ১১:৩০
চিলেকোঠার সেপাই লিখেছেন : রেফারেন্স সহ লেখা উচিত এগুলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File