কবিতার ভালবাসা

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৪:১২ রাত

তুমি আমাকে বলেছিলে

তোমার জন্য একটি কবিতা লিখতে

যে কবিতা ভালবাসতে শেখায়

যে ভালবাসে ভালবাসার জন্যই যার জন্ম।

Good Luck Good Luck Good Luck Good Luck

আমি জন্ম থেকে জন্মান্তর চলেছি

সে ভালবাসার জন্য

যার জন্য সৃষ্টি হতে পারে এক মহৎ কবিতা,

ভালবাসার কবিতা, যেখান থেকে নিঃসরিত হয়

কাব্যময় ভালবাসা।

Good Luck Good Luck Good Luck Good Luck

ভালবাসা কোনো ঝর্নার চপল গতি নয়

যাকে বেঁধে রাখা যায় ছন্দের কারাগারে

ভালবাসা রূপালী চাঁদ নয়,

যা শুধু মোহনীয় জ্যোৎস্না ছড়ায়, স্পর্শের আনন্দ দেয়না।

ভালোবাসা অঝর ধারার বর্ষন নয়

যা আপ্লুত করে ধরণীকে, গ্রীস্মের খর রোদ্রে

যা উড়ে যায় আবার আকাশে।

Good Luck Good Luck Good Luck Good Luck

ভালবাসা এমন এক কবিতা, যা ছন্দের বাঁধনে নয়

খুঁজে পাওয়া যায় সাগর আর আকাশের মিতালীতে

নিলীমার নীল আর সাগরের নীল রঙ

গড়ে তোলে অনুপম এক কবিতা

ভালবাসা যেখানে বিচরণ করে অমর হয়ে

কবিতায় নয়, যেখানে পাওয়া যায় কবিতার ভালবাসা।

বিষয়: সাহিত্য

১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File