ট্রাজেডীর মঞ্চায়ন

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৫ আগস্ট, ২০১৩, ০২:৪১:৪১ দুপুর

কখনো কখনো সামনে এসে দাঁড়ায়

রূঢ় কঠিন বাস্তবতা।

মুখোমুখি যেন একটি আয়না

মুখোমুখি যেন একটি স্বচ্ছ কাঁচ

প্রসারিত দৃষ্টি, অনতিক্রম্য দুরত্ব

অতীত তাকায় ভবিষ্যতের পাণে, বর্তমান অতীতের দিকে

অগ্র পশ্চাৎ মুখোমুখি, গতি মুখোমুখি স্থিতির

একটি ক্ষীণ রেখা, একটি ফিনফিনে সেলোফেনের পর্দা

নিযুত বুলেটের আঘাতে যা অনড়,

পৃথিবীর তাবৎ পরমাণুবোমার বিস্ফোরণে সে অটল

নিয়তির নির্মম কষাঘাতে ক্ষত- বিক্ষত শরীর তবুও

দুর্নিবার টানে এগিয়ে যায়, দূর্লঙ্ঘ্য সে অসীমের পাণে

নিরেট বাস্তবতার অমসৃন ক্যানভাসে এঁকে দিতে চায়

হৃদয় চেড়া কোনো শিল্প অথবা ভয়ংকর সুন্দর কোনো মৃত্যু।

পাষাণের প্রাচীর দাঁড়িয়ে, দাঁড়িয়ে

একটি ট্রাজেডীর মঞ্চায়ন প্রত্যক্ষ করে ।

বিষয়: সাহিত্য

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File