জরুরী পাত্র আবশ্যক
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৫ আগস্ট, ২০১৩, ০২:৩৯:৪৮ দুপুর
জরুরী পাত্র আবশ্যক।
পাত্রী আমার ফুফুর মেয়ে। ফুফু অনেক দিন ধরে জ্বালাচ্ছে একটা ভাল পাত্র খুজে দেয়ার জন্য। কিন্তু সময়ও পাইনা, আর সময় পেলেও পাত্র পাই না। তাই অবশেষে ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত নিলাম।
পাত্রী HSC পাস করেছে এবার। বিশ্ববিদ্যালয়ে এডমিশন প্রার্থী। দেখতে শ্যামলা, উচ্চতা ভাল। ধার্মিক, ছাত্রী সংস্থার সক্রিয় কর্মী। এক ভাই, তিন বোন। ভাই বড়, আর সে বোনদের মধ্যে বড়।
পিতা অর্থাৎ আমার ফুফা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক, প্রখ্যাত আলেম ও মুফাসসিরে কুরআন। জামাতে ইসলামীর থানা সেক্রেটারি। মাতা অর্থাৎ আমার ফুফু, তিনিও জামাতের রুকন। বড় ভাই শিবিরের সাথী। দুই তলা বাড়ি আছে, পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থা ভাল।
পাত্র দ্বীনদার, ইসলামী আন্দোলনের কর্মী, শিক্ষিত এবং স্বাবলম্বী হতে হবে। বাড়ির অবস্থা ভাল না হলেও চলবে। ছেলের যোগ্যতা ও দ্বীনদারিত্ত প্রাধান্য পাবে। খুব বেশি চাওয়া নেই। একটা ভাল ছেলে হলেই চলবে।
যদি কারো জানামতে এমন ছেলে থাকে বা আগ্রহী প্রার্থীরা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি। আমি নিজেও একজন ইসলামী আন্দোলনের কর্মী। তাই মোবাইল নাম্বার দিতে পারছিনা নিরাপত্তার কারনে। আমার ফেসবুক ইনবক্সে যোগাযোগ করলেই হবে।
http://www.facebook.com/khalid.syfullah.18
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন