ইচ্ছে
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০১ আগস্ট, ২০১৩, ০৩:২০:৩৫ দুপুর
ইচ্ছেরা সব ডানা মেলার আগেই শরবিদ্ধ হয়
শিকারীরা ছিনিয়ে নেয় মধুর স্বপ্ন গুলো
দিগন্ত পাড়ি দেয়া শঙ্খচিল গুলোর আবাস আড়ালেই থেকে যায়
নির্মম বাস্তবতা ব্যাঙ্গ করে হাসে
সব পাখী আকাশে ওড়েনা,
সব উল্কাই পৃথিবীতে পৌঁছেনা
আহত ইচ্ছে গুলো তবুও ডানা ঝাপ্টায়
দুরন্ত আশা নিয়ে বুক বাঁধে
দূরে শিকারীর পদধ্বনি শোনা যায়।
বিষয়: সাহিত্য
৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন