আসলে আদালত এখন আওমীলীগের এজেণ্ডা বাস্তবায়ন করছে কিনা সেই প্রশ্নই তুলছে মানুষ।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ আগস্ট, ২০১৩, ০৩:৫৫:৩৬ দুপুর
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে আদালত। অবশ্য এই রায়ের ব্যাপারে সবাই মোটামুটি প্রস্তুত ছিলো। কেননা গত সাড়ে ছয় বছর যাবত আদালতের বিভিন্ন মামলার রায় বিশ্লেষন করলে দেখা যায় যে সরকারের হারের সংখ্যা ৯৯.৯৯%!
অথাৎ সাধারণ মানুষের ধারণা সরকার যেমনটা চায় আদালত যেন সেই ভাবেই রায় লিখে, এমনকি মাঝে কতদিন জনগণ লক্ষ করেছে যে, আরেক সরকার ইমরান এইচের কথাও যথেষ্ট গুরুত্ব দিতো আদালত।
বাংলাদেশের মত দুর্নীতিপ্রবন একটি রাষ্ট্রের শেষ আশ্রয় স্থল ছিলো আদালত। আথচ আমরা কি দেখছি?
মাহমুদুর রহমানের মত একজন সম্পাদককে গাড়ি ভাংচুরের মামলায় রিমাণ্ড মঞ্জুর করা হয়!
বিএনপি অফিসে তাণ্ডব চালানোর পর ধরে নেওয়ি শতাধিক নেতা কর্মীকে রিমাণ্ড দেওয়া হলো। খালেদা জিয়ার বাড়ি কেড়ে নেওয়া হলো। এমনকি রনিকেও জেল খাটতে হচ্ছে এমন একটি সাধারণ মামলায়!
আমরা স্কাইপ কেলেংঙ্কারীর পর অডিও টেপে শুনেছি বিচারকদের ভাষা আচরণ চিন্তা চেতনা কতটা ভয়ঙ্কর!
তারা বলেন সরকার গ্যাছে পাগল হইয়া!
জামায়াত যদি তাদের নিবন্ধন নেবার সময় ভুল তথ্য দিয়ে থাকে তাহলে তার দায় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কেন তা সংশোধন করতে বললো না?
কেন তখন নিবন্ধন দেওয়া হলো?
আসলে আদালত এখন আওমীলেগের এজেণ্ডা বাস্তবায়ন করছে কিনা সেই প্রশ্নই তুলছে মানুষ।
একজন সাধারণ মানুষ হিসেবে আদালতের কাছে অনুনয়, দয়াকরে ন্যায় বিচার করুন।
এম এম ওবায়দুর রহমান
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন