হেলিকাপ্টার সফীর সেক্স(বীর্য) তত্ব......................

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৪ জুলাই, ২০১৩, ০১:৫৭:৩৯ রাত



আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা খুব একটা বুঝি না। তবে আমার এক বান্ধবীর তরজমা থেকে যা বুঝেছি তার সারমর্ম হছ্ছে- বিয়ের পর সন্তান হয়না এমন অনেক স্বামী/স্ত্রী হুজুরের কাছে সন্তান হওয়ার তাবিজ-কবজ নিতে যান। কিন্তু হুজুর তাদের বলেন, "বিয়ের আগেই জেনা করে/করে সেক্স(বীর্য) সবই তো নষ্ট করে ফেলেছ, তোমাদের সন্তান(পোয়া) হবে কেমন করে?"

কিন্তু আমরা জানি আমাদের নবী ১১টি(মতাম্তরে ১৩টি) বিয়ে করে ছিলেন। তার মধ্যে একমাত্র বিবি খাদিজার ঘরে নবীর চার কন্যা ও ২ পুত্র সন্তান জন্ম নেয়। তার দুই পুত্র এবং এক কন্যা শিশু কালেই মারা যায়। এবং এর অনেক পরে একমাত্র বিবি মারিয়া(স্ত্রী?) র ঘরে নবীজীর এক পুত্রসন্তান জন্ম নেয়ে- তবে সে শিশুটিও আঁতুর অবস্হায় মারা যায়। এ ছাড়া অন্য কোন স্ত্রীদের ঘরে নবীজীর আর কোন সন্তান পয়দা হয় নি।

তো, ইসলাম ভক্ত! হেলিকাপ্টার সফী নবীজীর এ বিষয়টি কি ভাবে দেখছেন???????????

বিষয়: বিবিধ

৪২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File