ছাত্রলীগকে ধন্যবাদ!
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৪ জুলাই, ২০১৩, ০৩:৪৮:২৫ রাত
কোটাবিরোধী আন্দোলন চলছে। এটা কারো লেজুড়বৃত্তির কিংবা কোনো দলের নিম্নমূখী জনপ্রিয়তাকে রক্ষা করা কিংবা প্রণবদের পুতুল হয়ে 'র' এর টাকা খেয়ে আন্দোলন নয়।
মুক্তিযুদ্ধের কারণ ছিল পাকিস্তানিদের বৈষম্য থেকে শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজস্ব সার্বভৌমত্ব অর্জন, যেন সব বাংলাদেশী সমান সুযোগ পায়।
আমার আগের একটা পোস্টে আসল মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন ছিল তাঁরা কি তাদের সন্তানদের ৩০% সরকারী চাকুরীর অসম সুযোগের জন্য যুদ্ধ করেছিলেন? মুল জনতার সুযোগ ৪৫% এ সীমিত করা কি তাদের উদ্দেশ্য ছিল?
এখন আসা যাক ছাত্রলীগকে কেন আমি ধন্যবাদ জানাচ্ছি যদিও আমি চাপাতিলীগের ঘোর বিরোধী। ধর্ষণকারী, চাদাবাজ, সন্ত্রাসী এই হায়েনার দলের বিরোধীতা করবে যেকোনো সাধারণ মানুষ সেটাই স্বাভাবিক।
আমার প্রথম কথাগুলোতে তুলে ধরেছি যে কোটাবিরোধী আন্দোলন সাধারণ ছাত্রদের ন্যায্য দাবী।
চাপাতীলীগ (ছাত্রলীগ) এই কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিলে সমস্যাই হত। একটা ন্যায্য আন্দোলনকে অপবিত্র বানিয়ে ফেলত।
তারা আগেভাগেই তাদের হিংস্র আচরণের মাধ্যমে আন্দোলনের শত্রু পরিচয়ে তাদের আপন খোয়াড়ে নিজেদের স্বকীয়তা রাখছে - এতে সাধারণ ছাত্রদের আন্দোলন কালিমালিপ্ত হবেনা।
ছাত্রলীগ তাদের ভোদাই গিরির কারণে গণবিরোধী, মানুষের অধিকার বিরোধী পরিচয় বজায় রেখেছে এজন্যই তাদেরকে ধন্যবাদ। নাহলে দুধে বাজে জিনিষের মিশ্রণে নষ্ট হয়ে যেত।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন