উগ্র হিন্দুত্ববাদীতা এবং ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতা....
লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ১৪ জুলাই, ২০১৩, ০১:৫৩:০৩ রাত
“কুকুর মরলে দুঃখ পাবো, মুসলিম মরলে নয়” : মোদি......
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিম বিরোধী দাঙ্গার জন্য অনুতপ্ত নন বলে ঘোষণা করেছেন।
একই সঙ্গে তিনি বলেছেন, তাকে বহনকারী মোটরগাড়ি কোনো কুকুর ছানাকে চাপা দিলে সে জন্য দুঃখ অনুভব করবেন তিনি, কিন্তু মুসলিম চাপা দিলে তাতে তিনি দুঃখ অনুভব করবেন না ।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে এ সব কথা বলেছেন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র উগ্রবাদী এ নেতা । (সুত্রঃ নিউজ ইভেন্ট ২৪.কম)
বাহ ! ভালো তো.....
যাহারা মানবাধিকার বেইচ্যা দুই পয়সা কামান তারা এবার কি বলে দেখি....!
আমাদের দেশে যেখানে আমরা হিন্দুদের ছোটবেলা থেকেই আপন ভাইয়ের মতোই ভাবতে ভাবতে বড়ো হই সেখানে ভারতীয় হিন্দুরা কতটা উগ্রবাদী, এটাই তার সবচেয়ে বড় প্রমান....!!!
অথচ ভারত নাকি আবার ধর্মনিরপেক্ষ(!) দেশ....!!!
আমগো দ্যাশের চুলটানা কামাল, নাছির ইউসুফ বাচ্চু ওরফে জমির চাচারা কথায় কথায় ভারতের ধর্মনিরপেক্ষতার দোহাই দেয়....!!!
বিষয়: রাজনীতি
১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন