উন্নত দেশে ক্ষমতা গ্রহণ যেমন সহজ ক্ষমতাচ্যুত হওয়া আরো সহজ !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৮:১১ বিকাল

গণতন্ত্র ও দেশপ্রেম : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া পার্লামেন্টে একটি আস্থা ভোটে ৬১ ভোট পেয়ে উদরে গেছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট । গত শুক্রবার তার জনপ্রিয়তার বিষয়ে সন্দেহ প্রকাশ করে তার দলেরই একজন এমপি আস্থা যাচাইয়ের প্রস্তাব করলে এই ভোটাভোটি হয় । এতে ৬১ শতাংশ ভোটে পুনরায় আস্থা অর্জনের পর তিনি বলেন, অস্ট্রেলিয়ার উন্নতির জন্যই সবার সহায়তা দরকার এবং সেটা সবার কাছেই তিনি আশা করছেন ।

তবে বিবিসির সংবাদদাতা বলেন, প্রধানমন্ত্রী টনি অ্যাবটের এই বিজয় ক্ষণস্থায়ী হতে পারে । কারণ তার দলের মধ্যেই বিরোধীতা বাড়ছে । http://www.bbc.com/news/world-australia-31270510

তাদের মতো দেশগুলোতেই কি শুধু গনতন্ত্র কার্যকরী ?! উন্নত দেশগুলোতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করা যেমন সহজ তেমনি ক্ষমতাচ্যুত হওয়া যেন আরো সহজ ।

Abbott survives leadership test

Australian PM Tony Abbott survives a party confidence vote on his leadership, as MPs vote down a motion to remove him by 61 to 39.

BBC.COM

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303690
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেখানে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও বাপের নামে গ্যাঁট হয়ে বসার সুযোগ নাই!!!
১০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
245760
ডব্লিওজামান লিখেছেন : =Happy :D/ Applause
303692
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
245761
ডব্লিওজামান লিখেছেন : দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ক্ষমতাসীন মোদীর বিজেপি আর রাহুলের কংগ্রেসের মত দলের প্রার্থীদের পিছনে ফেলে সাধারণ মানুষের দল আম আদমী পার্টির প্রার্থীরা ৭০ আসনের মধ্যে ৬২টিতেই এগিয়ে।
আমাদের রাজনীতিবিদদের কাছে অনুরোধ- জনগণ কি চায় তা বুঝতে শিখুন, নিজেদেরকে বদলান। নয়তো জনগণই আপনাদের বদলে দেবে।
১০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩০
245763
ডব্লিওজামান লিখেছেন : অবরোধের পক্ষে বললে হতে হবে বিএনপির দালাল, অবরোধের বিরুদ্ধে বললে হতে হবে আওয়ামী লীগের দালাল। না। পক্ষে বিপক্ষে কোন দিকই না, সদ্য পুড়ে মরা মানুষগুলোর পক্ষে অবস্থান নিন- এই সময়ে খুব বেশি দরকার বাংলাদেশের দালাল হিসাবে রুখে দাড়ানো। আর একজন মানুষের পোড়া শরীর দেখার আগেই প্রতিবাদ করুন, আমরা এই বাংলাদেশ চাই না। মানুষের জীবনের দাম যেখানে শূন্য- সেই রাজনীতি চাই না। যা খুশি করুন আপনারা, দিন তারিখ দিয়ে খোলা মাঠে যুদ্ধ করুন। দয়া করে আমাদের পোড়াবেন না- আমাদের সন্তানের শিক্ষাজীবন নষ্ট করবেন না।
303714
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : ওদের দেশে দলের চার্জে আসতে হয় যোগ্যতা দিয়ে , নেতার ছেলে/মেয়ে/বউ বলে প্রেফারেন্স পায় না
১০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৫
245762
ডব্লিওজামান লিখেছেন : এ কেমন কান্না শেখালে তুমি
এ কেমন কান্না মাতৃভূমি
এ কেমন আকাশ দেখালে তুমি
এ কেমন আকাশ জন্মভূমি
এ যে শুধু কান্না, শুধু কান্না
শুধু কান্না কান্না কান্না...।
এ কান্না চাইনা, আমি চাইনা
আমি চাইনা চাইনা চাইনা......................

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File