টেনশন
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪৫:৩৮ বিকাল
বউয়ের জন্য ছেলেটা প্রবাসে থাকতে পারে না---
ছেলের বাবা-মামার কথা
কতদিন হয়ে গেল জামাইটা দেশে আসেনা--
বউয়ের মা-বাবার কথা
বউ পাগল ভাইটা আমাদের কোন খবর রাখেনা--
ভাই-বোনের কথা
বিয়ের পরে আর আমাদের খবর রাখ না--
বন্ধুদের কথা
অপ্রিয় হলেও সত্য যে এই কথাগুলো চরম সত্য।
প্রবাসী সুখে নেই দুর প্রবাসে
বউটিও শান্তিতে নেই স্বামীর ঘরে।
বিবাহিত
প্রবাসী বাড়ীতে আসতে চাইলে অনেকে বউয়ের দোষ
ধরে। কোন কারনে টাকা পাঠাতে না পারলেও সন্দেহ করে।
দাম্পত্য জীবনে প্রবাসীরা বিরাট টেনশনে থাকে। পারিবারিক
টেনশন
সামাজিক টেনশন
চাকরীর টেনশন
ভিসার টেনশন
দেশে যাবার টেনশন
টাকার টেনশন।।
টেনশনে একদিন হবে মরণ।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভাল লাগেনা সক আলীতে।
টেনশন থাকে Ten সন মোটে
তারপর সব শন শন !!!
পিলিজ নো মেনসন :D/
মন্তব্য করতে লগইন করুন