যত ফাঁসি তত বিনোদন !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০২ নভেম্বর, ২০১৪, ০৪:৫৭:০৫ বিকাল

যত ফাঁসি তত বিনোদন !!!

ফাঁসি না হলেই কেন যেন কেমন লাগে ! আনচান করে চামড়ার ভিতরের কিছু অংশ ! ছোট্ট ছুতায় বউচি খেলা বুঝি ভেঙ্গে গেল ! এখন আমার অবস্থা এমন ---- -- - একটি ফাঁসি একটি বিনোদন, দু'টি ফাঁসি দু'টি বিনোদন, যত ফাঁসি; তত আনন্দ, তত মজা, তত তত তত .... ... .. . !!!! ফাঁসিটাকেও এত্তো সুলভে বিলিয়ে দেয়ার একক কৃতিত্ব জননেত্রী, সমুদ্রকন্যা, নব্য বাকশালের মানসকন্যা, সবচেয়ে বেশী ডক্টরেট খেতাব ক্রয়কারীর .... ... .. . । এই ফাঁসি ফাঁসি খেলার জন্য তাকে কত্ত কিছুই না করতে হয়েছে । এ দীর্ঘ সময়ে তাকে গোটা বিশ্বকে আরো অনেক ডক্টরেটের ঝুলি থেকে বঞ্চিত করতে হয়েছে । .... ... .. . শেষ পর্যন্ত দেশটাকেও _____________

কি আর বলবো, ভারতে বিদ্যুত না থাকলে বাংলাদেশে এখন বিদ্যুত থাকে না! যেই বঙ্গবন্ধু ভারতীয় সৈন্য ফেরত পাঠিয়েছিলেন সেখানে তিনি ইন্ডিয়ান সৈন্য এনে স্বাধীন বাংলাদেশে (সাতক্ষীরায়) মরণ খেলা - তান্ডবলীলা চালিয়েছেন । ভারত এখন বাংলাদেশের নদী বন্দরগুলো ব্যবহার করছে কোনো ধরনের ট্যাক্স না দিয়েই । মন চাইলে বাংলাদেশের যে কোথাও, যে কোন নদ-নদীতে বাঁধ দিয়ে ইন্ডিয়া তার মালামাল পারসহ ইচ্ছে মত ব্যবহার করছে।

বাংলাদেশের বিদ্যুৎ, পানি-সহ সব কিছুর চাবি এখন ভারতের হাতে। ভারত ইচ্ছা করলেই যে কোনো সময় সামান্য সুইচ টিপে বাংলাদেশকে অচল করে দিতে পারে; অন্ধকারে অথবা পানিতে ডুবিয়ে দিতে পারে কিংবা বিদ্যুৎ/পানি না দিয়ে শুকিয়ে মারতে পারে। এ কারণেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, "আমরা অভিন্ন দেশ, আমরা কথা বলি এক ভাষায়, আমাদের খাদ্য একই। আমাদের দুই দেশের নাম ভিন্ন হতে পারে কিন্তু আমরা তো এক।"

বাংলাদেশ-ভারত তো অভিন্ন দেশ ।

এর আড়ালে দেশকে নিয়ে আর কি হচ্ছে মহান প্রভুই জানেন ।

হায়রে মন্ত্রিত্ব ! হায়রে দেশ ! হায়রে স্বাধীনতা ! হায়রে মুক্তিযুদ্ধ ! কত বিচিত্র এই দেশ ! কত বিচিত্র এ দেশের প্রাণীকূল !

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের ভাষায় ______

"আমি চুরি করি ,খুন করি, ডাকাতি করি .... ... .. . আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না ,কারণ আমি যুদ্ধ অপরাধীদের বিচার করছি । কথা বললে তুই-ই যুদ্ধ অপরাধী, তুই-ই রাজাকার ।"

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280635
০২ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য ভুলে যান।
চেতনায় বেচে থাকুন!!!
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
225270
ডব্লিওজামান লিখেছেন : তাইতো আছি, না হলে বাংলাদেশ নিঃশ্বাস নিবে কোত্থেকে আর ছাড়বেই বা কোথায় !!!
280658
০৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অনেক ধন্যবাদ লেখনীর জন্য
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
225272
ডব্লিওজামান লিখেছেন : সহযোগিতা কামনা করছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File