শিশিরবিন্দু বলে গেল আমায়
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ০২ নভেম্বর, ২০১৪, ০৭:১৬:১০ সন্ধ্যা
বর্ষা বলল পুষ্পকে
পুষ্প বলল সুবাসকে
সুবাস বলল ভ্রমরকে
ভ্রমর বলল শিশিরকে
শিশির বলল আমাকে...
থাকো না থাকো এ ভূবনে
রয়ে যাবে স্মৃতি হয়ে জনম জনম,
কাটো এমনভাবে প্রতিটিক্ষণ
মনে হয় যেন শত জনম।
.
মনে নতুন স্বপ্ন জাগিয়ে
তুমি আমায় ভাবতে শিখিয়েছ,
একাকীত্বের প্রতিটি মূহুর্তে
তুমি আমায় আশার আলো দেখিয়েছ।
এ আশা আকাঙ্ক্ষা এ স্বপ্ন
হয়না যেন আমার বিভ্রম।
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি আমায় ভাবতে শিখিয়েছ,
একাকীত্বের প্রতিটি মূহুর্তে
তুমি আমায় আশার আলো দেখিয়েছো।
Excellent Excellent
১ম মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছা।
ভাপু কবিতা Fantastic হইছে ।
মেনি মেনি থ্যাংক্স আফরাপু।
এ কবিতার আসল তাৎপর্য ও কবির মনের সঠিক ভাব বুঝার জন্য আমাকে আরো অনেক বছর পড়াশোনা করতে হবে
ভাইয়া, আমি তো কোন কঠিন শব্দ দিয়ে লিখিনি, সরল ভাষায়তো লিখেছি। না বুঝলে সুন্দর হয়েছে তা কেনো বললেন?
কবিতা বুঝেছি ...... কিন্তু কবিতাটার কাল্পনিক তাৎপর্য ও কবির মনের রহস্যটা (মানে কবির মনের রোমান্টিকতা) বুঝতে কষ্ট হচ্ছে ....... বলেছি। (আসলে কমেন্টএর এই প্যারাটা দুষ্টুমি করার জন্যই বলেছিলাম)
ইমরান ভাইয়া, হারিকেন ভাইয়া@ এ পবিত্রটা কে? আপনারা তাকে খুব মিস করছেন দেখছি। ছবিতে দেখি ইমরান ভাই ভাইয়া কিছু নাম লিখে দিয়েছেন। রহস্যটা বুঝলাম না।
পবিত্র হচ্ছে আমাদের একজন কিউট বোন। খুবই ভালো, দরুন মেনর একজন বোন,
তার উদাহরণ এই ব্লগে দিতে পারবো না,
============
আর ছবিতে,
বড়টা = হারিকেন
ছোটটা = ঝারবাতি
সামনেরটা = মুমবাত্তি
সব মিলিয়ে হারিকেন পারিবার :-P
পবিত্র হচ্ছে আমাদের একজন কিউট বোন। খুবই ভালো, দরুন মেনর একজন বোন,
তার উদাহরণ এই ব্লগে দিতে পারবো না,
============
আর ছবিতে,
বড়টা = হারিকেন
ছোটটা = ঝারবাতি
সামনেরটা = মুমবাত্তি
সব মিলিয়ে হারিকেন পারিবার :-P
যা হোক পড়ে আনন্দ পেলাম।
এগুলো কিছু মনে মনে বিড় বিড় করার মতো মনে করেন। আর কিচ্ছু নাহ্। অনেক অনেক শুকরিয়া আপু।
জানলাম অনেক কিছু উনার সম্পর্কে। ভালো লাগলো জেনে।
মন্তব্য করতে লগইন করুন