শিষ্টাচার শিখতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেই যথেষ্ট !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৮ মার্চ, ২০১৪, ১০:২১:০২ রাত

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে প্রধানমন্ত্রীর 'বদু কাকা' সম্বোধন ! সভ্যতা বা শিষ্টাচার শিখতে আমাদের আর স্কুল-কলেজে যাওয়া দরকার নাই !!! প্রতিদিন মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেই আজকের শিশু-কিশোর-তরুণ - তরুণী ও জাতির ভবিষ্যতরা আগামীর আদর্শ নাগরিক হয়ে উঠবে বলে নিশ্চিত ধরে নেয়া যায় !!!

বি:দ্র: আমার শিষ্টাচার না থাকায় বিস্তারিত এবং পূর্বের বলা সব ভদ্রতাগুলো উল্লেখ করতে পারলাম না, মাফ করবেন।

তবে একটি ঘটনা উল্লেখ করছি :

আমিই জিতেছি !

ইদানীং মানুষের কাম-কাজ থেকে ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেলো। দু'জন বাচ্চা মারামারি করেছে। পাঞ্জা-পাঞ্জিও হয়েছে। লড়াই শেষে দু'জনেই দাবি করছে তারা জয়ী হয়েছে। পাঞ্জাপাঞ্জির সময় একজন নীচে ছিল। আরেকজন উপরে। যে উপরে ছিল সে নীচের জনকে জিজ্ঞেস করলো এই তুই জিতলি কি করে ? নীচের জন উত্তর দিল আমি যে তোকে ছেপ (থুতু) দিলাম !!! বর্তমানে দেশে এটাই চলছে। ।

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189090
০৮ মার্চ ২০১৪ রাত ১০:২৬
বিন হারুন লিখেছেন : শিষ্টচার মানে অভদ্রতা. নব্য অভিধান Happy
০৮ মার্চ ২০১৪ রাত ১০:৩৮
140293
ডব্লিওজামান লিখেছেন : আগে জানা ছিল না, ধন্যবাদ আপনাকে !
189100
০৮ মার্চ ২০১৪ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাগ্য ভাল বইদ্যা কি মার বদিআলম কয় নাই!
০৯ মার্চ ২০১৪ সকাল ০৬:০০
140406
ডব্লিওজামান লিখেছেন : তাই বুঝি !!!
189270
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
সজল আহমেদ লিখেছেন : করলাম মাফ :D
১২ মার্চ ২০১৪ রাত ০৯:১০
142255
ডব্লিওজামান লিখেছেন : আপনার মহৎ হৃদয় ! অনেক ধন্যবাদ ।
189357
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
১২ মার্চ ২০১৪ সকাল ০৬:৫২
141962
ডব্লিওজামান লিখেছেন : Applause Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File