অতি গুলেন প্রেমিক ভাইদের প্রতিঃ =======================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৮ মার্চ, ২০১৪, ১০:২৫:২২ রাত

তার্কিতে এরদোগানের সরকার এবং গুলেন আন্দোলনের ক্লাশ হচ্ছে। এর ধারাবাহিকতায় এক প্রিয় ভাই স্ট্যাটাস দিয়েছে "এরদোগান নাকি ইসলামী কায়দায় স্বৈরাচারী। পাকিস্তানে গুলেন স্কুল বন্ধের অনুরোধ করে এরদোগান নাকি আলীগের মত আচরন করছে।"

সেই ভাই এর প্রতি

"আমি যখন গুলেন প্রেমিক...তখন এই ভাবে ভাবব। কিন্তু যখন এরদোগান প্রেমিক তখন অন্যভাবে ভাবব। অডিও লিকস, দূর্নীতির প্রচার, বিচার বিভাগকে ব্যবহার সবই করছে গুলেন মুভমেন্ট। গতকাল থেকে তারা সেনাবাহিনীও ব্যবহারের চেষ্টা করছে। লক্ষ্য বাম-পশ্চিমা শক্তিকে ক্ষমতায় আনা। মিশর, তিউনিসিয়া থেকে শুরু করে তার্কি পর্যন্ত একই চিত্র। বাম-পশ্চিমাদের দ্বারা কোথাও সালাফী, কোথাও বাদশা বা কোথাও গুলেনরা ব্যবহৃত হচ্ছে। পার্ক,প্রকাশ্যে চুমু খাওয়ার অধিকার, প্রকাশ্যে মদ খাওয়ার অধিকারের আন্দোলন করে বামরা যখন ব্যর্থ তখন তারা গুলেনকে ব্যবহার করা শুরু করেছে। এরদোগানের কিছুটা স্বৈরাচারী হওয়া যেমন অপছন্দ তার চেয়ে অনেক বেশী অপছন্দ ইসলামের বেসিক বন্ধুত্বের রুলস ভেঙ্গে গুলেনদের বাম-পশ্চিমা শক্তির সাথে হাত মেলানো। আমি সরি এটা বলতে হচ্ছে যে, তাহলে তরিকত আর কড়া সুন্নীরা কি দোষ করেছে আলীগের দালালী করে???

বলবেনঃ এটা সরলীকরণ কথা। আসলে তা না। আপনার কথা মানলে আমাকে এখন আনোয়ার ইব্রাহিমের বিচারকেও মানতে হচ্ছে।

সরি, কোন অন্ধ ভালোবাসাময় বিশ্লেষন মঙ্গল নয় অমঙ্গলই বয়ে আনবে।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189097
০৮ মার্চ ২০১৪ রাত ১০:৪৪
বদর বিন মুগীরা লিখেছেন : এখন এটা আর এরদোগান-গুলেন ইস্যুতে আটকে নেই।এখন ইস্যুটা হয়ে দাড়িয়েছে ইসলামপন্হী ও অনৈসলামী পাশ্চাত্যপন্হী।
০২ মে ২০১৪ রাত ১১:৫৯
164886
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Should all inclusive
189101
০৮ মার্চ ২০১৪ রাত ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবখানেই পরস্পর বিভেদ সৃষ্টির মাধ্যমে দুর্বল করার চেষ্টা হচ্ছে ইসলামি আন্দোলনকে।
০৩ মে ২০১৪ রাত ১২:০০
164887
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8
189102
০৮ মার্চ ২০১৪ রাত ১০:৫৬
আবু সাইফ লিখেছেন : সঠিক বলেছেন- জাযাকাল্লাহ..

১০০০০০০০০০বার একমত!!


"রাজনীতিবিমুখ(প্রাকটিসিং)ইসলাম" "রাষ্ট্রশক্তিইসলামের" শত্রুদের হাতিয়ারে পরিণত হতে বাধ্য হয়!

অথবা

রাজনীতির ময়দান থেকে নির্বাসিত হয়!

একটা ইস্যু তৈরী করতে পারলেই এসব "ধর্মপ্রাণ" "আনুগত্যের শিকলবিহীন" মানুষগুলো নিজের অজান্তেই খুব ইখলাসের সাথে প্রতিপক্ষের ফাঁদে পা দেয়! যখন হুঁশ ফেরে ততক্ষণে লাটাই অন্যের হাতে!!

মিশরে সালাফী নূর পার্টির ভূমিকা একই ছকে বিবেচনা করা যাতে পারে!!

এরদোগানের সরকার এবং গুলেন আন্দোলনের উপর আলোচনা আছে এখানে (নিচের দুটি লিংকে)-

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1866/sazadi/38708#.UxtJ3c7-aho

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1866/sazadi/39958#.UxtKDs7-aho
০৩ মে ২০১৪ রাত ১২:০০
164888
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Accurate brother
189119
০৯ মার্চ ২০১৪ রাত ১২:২৮
বিডি রকার লিখেছেন : অনেক ধন্যবাদ
০৩ মে ২০১৪ রাত ১২:০০
164889
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
189269
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:৪০
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
০৩ মে ২০১৪ রাত ১২:০১
164890
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File