স্বপ্নরা এখানে...
লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ০৮ মার্চ, ২০১৪, ১০:৫০:১৩ রাত
এখানে স্বপ্নরা ডানা মেলে অবিরাম
কেউ দেখে, কেউবা দেখায়,
পিচঢালা রাস্তায় দ্রুত পায়ে হেটে চলে,
স্বপ্নরা বেড়ে উঠে।
এখানে স্বপ্ন জাগে প্রভাতের সূর্যতাপে
স্নিগ্ধ শীতল বাতাসে ভেসে, কোমল আভায়,
মধ্য গগণের কঠোরতা ভেদ করে,
স্বপ্নরা ছুটে চলে।
এখানে স্বপ্নিল হৃদয়ের মেলামেশা হয় নিত্য
হৃদয়ে হৃদয় ছুঁয়ে যায়, আবেগের উদ্দীপনে,
লুকায়িত স্বপ্নের ক্রম বিস্ফোরণে,
উল্লাসে ফেটে পড়ে।
এখানে স্বপ্ন ভাঙ্গা-গড়ার খেলা হয়
কেউ ভেঙ্গে পড়ে, কেউবা ভাঙ্গায়,
যান্ত্রিক জীবনের ধোঁয়াশা ভেদ করে,
স্বপ্নরা বেঁচে থাকে।
স্বপ্নরা বেঁচে আছে, থাকবে চিরকাল।
বিষয়: সাহিত্য
৯৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন