আজও আমি
লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ২০ জুলাই, ২০১৩, ০৬:৫৪:১২ সকাল
খুঁজেছি তোমায় অনন্ত নীলিমায়
পাব কিনা জানিনা
তবুও খুঁজি তোমায়
মিছে আশায় মরিচিকায়
পথ বাঁড়িয়ে
পেরছ কি সুখী হতে
দূর অজানায়
খুঁজেছি তোমায় মরুময় প্রান্তে
পাইনি তোমায় মনেরই সীমান্তে
ভুলেছ তুমি,
ভুলিনি তোমায়
খুঁজেছি তোমায় স্বপ্নের মূলে
পাইনি তোমায় বাস্তবের কোলে
তবুও সপ্নের তরে
আছ তুমি মিশে
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন