মা..........................

লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ৩০ জুলাই, ২০১৩, ১১:৪৪:২৪ রাত

একটি সত্য ঘটনা.......



এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায়, এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয়, মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন- করে, এবং প্রাপ্ত বয়স্ক হলে সেই ছেলেটিকে বিয়ে করায়... বিয়ের কিছু দিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরন করে, এবং বাড়ী থেকে বের করে দেয়...!!!

তখন মহিলা কোন দিশা না পেয়ে ওই এলাকার মোড়লের কাছে বিচার দেয়, তখন মোড়ল বিচার বসায়, এবং ওই ছেলেটিকে বলে ঠিক আছে তোর

মা কে তোর দেখা শুনা করা লাগবে না, তবে আমার একটি শর্ত আছে...! ছেলেটি বলল কি শর্ত...? মোড়ল বলল তোর মা তো তোকে ১০ মাস ১০ দিন পেটে রেখে জন্ম দিয়েছে... তোর এই ঋণ শোধ করতে হবে...!!!!

তখন ছেলেটি শর্তে রাজি হল.... মোড়র তার পেটে একটা ইট বেধে দিয়ে বলল, এটা তুই ১০ মাস ১০ দিন না... ৩ মাস তোর পেটে বেধে রাখবি... টা হলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, এবং তোর মায়ের দেখা শোনা আমি করব। ছেলেটি মোড়ল এর কথায় রাজি হল এবং ইট বাধা অবস্থায় চলে গেলো, ইট বাধা অবস্থায় তার ১-২দিন ভালই গেলো, কিন্তু ২ দিন পর ইট তার কাছে ১০মন ওজন পাথর এর মতো লাগলো, তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায়, তখন সে বুঝতে পারে, একটি মা কি পরিমান কষ্ট সহ্যকরে একটি সন্তান জন্ম দেয়...!!!!

আম্মু তোমাকে অনেক ভালবাসি

(সংগ্রিহীত)

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File