স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা
লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ২৮ জুলাই, ২০১৩, ০৭:৪২:০৭ সকাল
আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সম্মানিত শহীদদের সংখ্যা কত?
1. ১৯৭১ সালে গঠিত হামুদুর রহমান কমিশন রিপোর্ট- ৩০ হাজারের মতো।
2. আন্তর্জাতিক ভাবে বলা হয় বিহারী ও অবাঙ্গালী সহ নিহত হয়েছে ২ লাখ।
3. কিছুদিন আগে ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে সব মিলিয়ে দেড় লাখ।
4. বিচিত্রায় (শাহাদাত হোসেন সম্পাদক) এক সাক্ষাতকারে জেনারেল অরোরা বলেছিলেন, ৩ লাখ হলেও বেশী বলা হবে।
5. বিবিসি বলেছে 5লাখ (সরকার প্রতিবাদ করায় তারা দু:খ প্রকাশ করেছে)।
6. বিখ্যাত সাংবাদিক ও গবেষক শর্মীলা বসু (জ্যোতি বসুর ভাইয়ের মেয়ে) তার গবেষণা বই ‘ডেড রেকনিং’ এ লিখেছে ৫০ হাজার থেকে ১লাখ।
7. ১৯৭২ সালে বঙ্গবন্ধু ...সরকার শহীদ পরিবারকে প্রতিজন শহীদের বিপরীতে ২০০০ টাকা করে দেয়ার ঘোষনা দিয়েছিলো। ঐ সময় তৎকালীন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা সারা দেশে প্রায় ৭২ হাজার মতো শহীদের তালিকা তৈরি করেছিলো। ঐ তালিকা থেকে নিহত রাজাকারদের নাম বাদ দিয়ে মোটামোটি ৫০ হাজার জন শহীদের পরিবারকে ২০০০ টাকা করে অনুদান দেয়া হয়েছিলো।
আমরা কোন তথ্য প্রমান ছাড়াই এখনো জানি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30লাখ। এতবড় পার্থক্য কিভাবে হয়? শহীদদের সংখ্যা নিয়ে এতবড় একটি ঘাপলা অবশ্যই দূর করা উচিত। তাহলেই জাতি জানতে পারবে কাদের রক্ত ও জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
(সুত্র-প্রথম আলো ব্লগ)
প্রশ্ন} মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কাজ কি? তারা এটা বের করেনা কেন?
(সংগ্রিহীত)
বিষয়: বিবিধ
২০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন