বেগম খালেদা জিয়া সৌদিআরব পৌছেছেন।
লিখেছেন লিখেছেন অন্যায়ের প্রতিবাদি কন্ঠ ২৮ জুলাই, ২০১৩, ০৭:৫৮:২৩ সকাল
সৌদিআরবের মদীনা থেকে:
বিএনপি চেয়ারপর্সন ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরুধীদলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদীআরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আ: আজিজের আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা পালনের জন্য আজ সৌদি সময় ভোর রাত ৩.৩০ মিনিটে মদীনা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে এসে পৌছেন। এ সময় তার সফর সংগি হিসেবে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, প্রেস সচিব মারুফ কামাল, বিএনপি সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের নেতৃত্বে মদীনা, মক্কা জেদ্দা, দাম্মাম ও রিয়াদ বিএনপির নেতা কর্মী ও সাধারণ প্রবাসীরা বেগম জিয়াকে বিমান বন্দওে স্বাগত জানান। এর পর সৌদি সরকারের নিরাপত্তা বাহিনীর গাড়ির বহর নিয়ে মোটর শুভাযাত্রা সহ রাজকীয় অতিথি ভবন দারুল আম্মাম ভবনে নিয়ে যাওয়া হয়। ৩০শে জুলাই পর্যন্ত মসজিদে নববীতে ইবাদত বন্দেগী করে মদীনা ত্যাগ করে ৩১ শে জুলাই মক্কায় পৌছে পবিত্র ওমরা পালন করবেন। এর পর ৫ আগষ্ট তারিখ শবে কদর পর্যন্ত কাবা ঘরে ইবাদত বন্দেগী করে ৬ ই আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন