বেগম খালেদা জিয়া মক্কায় পৌছে পবিত্র ওমরা পালন করেন
লিখেছেন লিখেছেন অন্যায়ের প্রতিবাদি কন্ঠ ০১ আগস্ট, ২০১৩, ১০:০১:২১ সকাল
বিএনপি চেয়ারপর্সন ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরুধীদলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদীআরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আ: আজিজের আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা পালনের জন্য আজ সৌদি সময় রাত ১১.৩০মিনিটে মদীনা থেকে বিমান যোগে জেদ্দা কিং আ: আজিজ বিমান বন্দরে এসে পৌছেন। জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লা চৌধুরীর নেতৃত্বে জেদ্দাস্থ বিএনপি নেতা কর্মী ও বাংলাদেশী সাধারণ প্রবাসীরা বেগম জিয়াকে স্বাগত জানান। এর পর সৌদী রাহজকীয় নিরাপত্তায় সড়ক পথে মক্কায় পৌছলে মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা খন্দকার হেলাল সিআইপি নেতৃত্বে মক্কার বিএনপির নেতা কর্মীরা ফুল দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এর পর সৌদি সময় রাত ৩.৩০ মিনিটে কাবা ঘওে বেগম জিয়া ও সফর সংগী এবং জেদ্দা-মক্কার বিএনপি নেতা কর্মী ও সাধারণ প্রবাসীদের সাথে পবিত্র ওমরা পালন
। তার সফর সংগি হিসেবে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, প্রেস সচিব মারুফ কামাল, বিএনপি সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, , ঢাকা মহানগরীর বিএনপির সদস্য সচিব আ: সালাম, আবুল খায়ের ভ’ইয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মোসাদ্দেক হোসেন ফাল
ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবে এবং সৌদিআরব পশ্চিমাঞ্চল যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ১/১১ এর খালেদা জিয়া-তারেক মুক্তি পরিষদের আহবায়ক প্রিন্স আল লিনটন প্রমুখ ৬ আগষ্ট তারিখ শবে কদর পর্যন্ত কাবা ঘরে ইবাদত বন্দেগী করে ৭ ই আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
বিষয়: বিবিধ
১৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন