অদেখা কষ্ট

লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ২২ জুলাই, ২০১৩, ১১:০১:৪০ রাত



আামর মনের আকাশেতে

মেঘ জমেছে থর থর

মেঘের কোন নেই সীমানা

বৃষ্টি নামে জড়সড়

মনের ঐ লাল সূর্যটা

আজ আর যায়না দেখা

মেঘের ভিতর মুখ লুকাল

কান্না দিয়ে বুক ভাসাল

চোখের জ্বলে বইল নদী

বুঝলনা তার মনের কালি

সুখের প্রদীপ নিভল আমার

দুঃখের প্রদীপ জ্বলল এবার

হৃদয় নামে ঐ পাখিটা

কাদল দেখে তার ছবিটা

বন্ধু আমার অনেক দূরে

তার স্মৃতিরা ঘরে ফেরে

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File