আল্লাহ এক
লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ১৬ জুলাই, ২০১৩, ০৫:০৮:২৫ বিকাল
এক ইহুদী মুসলমানদের গুমরাহ করার জন্য বড় এক সমাবেশে তিনটা প্রশ্ন করল-
১. আল্লাহ যদি থেকেই থাকে, তাহলে এর আগে কি ছিল?
২. আল্লাহ’র চেহেরা কোন দিকে?
৩. আল্লাহ এখন কি করছেন?
সমাবেশ থেকে শুধু ৯ বছরের এক বাচ্চা দাড়িয়ে গেল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য!
বাচ্চাটি ইহুদীকে বলল-
সংখ্যা গণনা কর!
ইহুদী- 1 2 3 4 …..10 পর্যন্ত গুনল।
বাচ্চা – এখন পিছন থেকে গণনা কর।
ইহুদী – 10 9 8 7….1
বাচ্চা - 1 এর আগে কোন সংখ্যা আছে?
ইহুদী – কোন সংখ্যা নেই।
বাচ্চা – একই রকম আল্লাহ’র আগে কোন কিছুই নাই।
দ্বিতীয় প্রশ্নের উত্তর :
বাচ্চাটা একটি লাইট নিয়ে জালালো এবং ইহুদীকে জিজ্ঞাসা করল এর মুখ কোন দিকে?
ইহুদী – চার দিকে
বাচ্চা – আল্লাহ নূর এবং তাঁর নূর চারদিকে।
তৃতীয় প্রশ্নের উত্তর :
আল্লাহ এখন এক ৯ বছরের বাচ্চাকে দিয়ে এক ইহুদীর উত্তর দেওয়াচ্ছেন (সংগ্রিহীত)
বিষয়: বিবিধ
১৭৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন