নির্লজ্জ সমাচার (সনেট)

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ১৬ জুলাই, ২০১৩, ০৪:৫০:১৯ বিকাল



[নিবেদন: ঘুমন্ত সিংহদের, অবচেতনে আজও যাদের দিন কাটে।]

.

আমি তো জানি হাসার অধিকার কত

আগে থেকে হারিয়েছি। দেখো, তবু আমি

দন্ত কেলিয়ে চলেছি নির্লজ্জের মত;

পেটে খিল ধরে গেলে বহুকষ্টে থামি।

.

প্রলয়-তাণ্ডব এসে নিয়ত বিধ্বস্ত

করে আমার পৃথিবী, লণ্ডভণ্ড হয়

আমার আবাস। মাথা গোঁজার সমস্ত

ঠাঁই হারিয়েও যদি হতো বোধোদয়!

.

বাতাসে সর্বত্র ভেসে যায় আর্তনাদ

আমার উঠোনে পড়ে শকুনের ছায়া,

থেমে থেমে গর্জে উঠে বজ্রের নিনাদ;

তখনও বিসর্জন দিয়ে লাজ-হায়া-

.

আকাশ-বাতাস কেঁপে উঠা তীব্র স্বরে

আমি শুধু অট্টহাসি দিয়ে যাই ঘরে।

বিষয়: সাহিত্য

২৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File