ক্ষমতা!! কতই না বিচিত্র তুমি!!
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২৬ জুন, ২০১৬, ০৮:০৩:৩০ সকাল
তুরস্কে কয়েক বছর ধরে চলমান অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ''প্যারালাল সরকার'' অপারেশন। প্যারালাল অপারেশন হল বর্তমান ক্ষমতাসীন সরকারের একসময়কার বন্ধু গুলেন মুভমেন্টের বিরুদ্ধে করা অপারেশন।। গুলেন মুভমেন্টের প্রধান ফেতুল্লাহ গুলেন দেশে বিদেশে বিভিন্ন ধরনের সরকার বিরোধী কাজে জড়িত আছেন বলে জানা গেছে। তাই এ অপারেশন ।।।
তাদের বিরুদ্ধে করা বিভিন্ন অপারেশনের মধ্যে একটি হল তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করন। এরই ধারাবাহিকতায় গুলেন মুভমেন্টের মুখপাত্র 'জামান পত্রিকা'ও বাজেয়াপ্ত করা হয়। এইতো কয়দিন আগেও জামান পত্রিকা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল। ৫-৬ মাস আগে তা সরকারের ব্যক্তিগত সম্পত্তির আওতাভুক্ত হয়েছে। আজকে ঐ পত্রিকায় দেখলাম সরকারের অন্য পত্রিকাগুলোর মত গুলেন মুভমেন্টের স্থলে ''প্যারালাল সরকার'' ব্যবহার করেছে।
বাংলাদেষ তুরস্কের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারলাম এখানে। বাংলাদেশের সরকার বিরোধী দলের পত্রিকাগুলো একদম বন্ধ করে দেয় আর এখানকার সরকার বন্ধ করার পরিবর্তে পত্রিকার সব কাঠামো চেইঞ্জ করে দেয়, তথা বিরোধী সব সাংবাদিকদের বের করে দিয়ে নিজেদের সাংবাদিককে স্থলািভিষক্ত করে দেয়...
আহ! ক্ষমতা ত্তুমি কিই না করতে পারে...কতই না বিচিত্র তুমি...!!
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমতার প্রভাব শক্তিশালী এজন্য এর অপব্যবহার সম্পর্কেও জবাবদিহী করতে হবে ।
শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন