মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য...

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২৬ জুন, ২০১৬, ১০:৫২:১৫ সকাল



মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য...

একটু সহানুভুতি মানুষ কি পেতে পেতে পারে না? ও বন্ধু...

অসহায়, হতদরিদ্র, একাটি পরিবারের অন্ন, বস্ত্র ও বাসস্থানের যোগান দাতা

মোঃ মোস্তফা'র জন্য সাহায্যের আবেদন

গ্রামঃ নেতড়া, পোঃ ধোড়করা, ইউনিয়নঃ চিওড়া, উপজেলাঃ চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লা

৩ সন্তানের জনক এই ভাইটি গত কয়েক মাস যাবত অসুস্থ, তার শরীরের একটি নষ্ট বাল্ব নিয়ে ঝাল-মুড়ি বিক্রি করে কোনভাবে তার পরিবারের খাদ্যের যোগান ও ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালিয়েছেন। কিন্তু বর্তমানে তার শরীরের দুইটি বাল্ব নষ্ট হওয়ার কারনে কোন কিছুই করতে পারছেনা। থেমে গেল একটি পরিবারের বেচেঁ থাকার চাকা। বিধবা হতে যাচ্ছেন তার স্ত্রী, সন্তান হারা হচ্ছেন তার মা ও এতিম হতে বসেছে তার ৩ সন্তান। নিবে যাচ্ছে ১টি পরিবারে আলোর প্রদীপ। ডাক্তার এর কথা অনুযায়ী আগামি ২ মাসের মধ্যে অপারেশন করলে হয়ত তিনি সুস্থ হবেন। তবে এর জন্য প্রয়োজন প্রায় ৩লক্ষ টাকা। কিন্তু চিকিৎসার এই টাকা কোনভাবেই তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।।।

আমরা কি পারিনা এই অসহায় দরিদ্র ভাইয়ের পাশে দাড়াতে?

হ্যাঁ পারি!

আসুন, মোস্তফার কথা ভেবে নয়, এই ৩টি বাচ্চার ভবিষ্যৎ এর কথা ভেবে হলেও আমরা তাকে সাহায্য করি।

""সাহায্য করার উপায়""

বিকাশ/DBBL=০১৮২৯০৩৮৭৩৯(মাসুদ)

বিকাশ=০১৮২৯৫৩৬২৮০(রিয়াদ)

নিজে সাহায্য করুন, নিজে না পারলে কপি পেস্ট, শেয়ার করুনঃ যাতে

অন্য কেউ এগিয়ে আসে।

""সাহায্যের আহবানে, মানবতার কল্যাণে"

""""""হোক মানবতার জয়"""""

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373176
২৬ জুন ২০১৬ দুপুর ০২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
377676
১৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চেষ্টা করা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File