তুরস্কে সাধারণ নির্বাচন আজ

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০১ নভেম্বর, ২০১৫, ১০:৪০:৫৫ সকাল

আজ এক নভেম্বর তুরস্কের 26 তম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল আটটায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।।

এবারের নির্বাচনে 16 টা দল অংশ গ্রহণ করছে।।



নির্বাচনের আপডেট জানতে সাথে থাকুন।।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348067
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তুরুস্কে ও মার্কা আছে!!!
এবারও যদি কোয়ালিশন না হয়?
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
288992
মুহামমাদ সামি লিখেছেন : মার্কা মানে দলের প্রতীক আর কি ওগুলো।। Happy এবারও না হলে ওদের দেশের আইন অনুযায়ী আবার নির্বাচনের সুযোগ আছে। তবে আশা করি এবার একটা সমাধান হয়ে যাবে। নির্বাচিত সরকার না থাকায় যে সংকট শুরু হয়েছে দেশের সর্বত্রই, দেশ প্রেমিক মাত্রই এবার সমাধানে এগিয়ে আসবে। দেখা যাক, তবে একেপার্টির সাথে সিএইচপির কোয়ালিশন হলে আশ্চর্য হওয়ার কিছু নেই।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File