এরা কেন কবিতাকে সতীন অথবা কট-ভায়রা মনে করে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ নভেম্বর, ২০১৫, ১০:০২:২৪ সকাল
কবিতা দেখলে কেউ কেউ এমনভাবে কপাল কোচকান যেন বিরক্তিকর বানর দেখছেন; এমনভাবে নাক সিটকান যেন তুচ্ছ-তুলা দেখছেন; এমনভাবে 'ধেত্তেরী' বলেন যেন পাওনাদার এসে সামনে হাজির; এমন মুখভঙ্গি করেন যেন করল্লা+নিমের ককটেল গিলেছেন মাত্র; এমন ভাব ধরেন যেন তার চৌদ্দগুষ্ঠীতে কেউ পদ্য পড়েনি; এমনভাবে হাত-পা ঝারেন যেন বিচ্ছু লেগেছে সারাগায়; এমন তাড়াহুড়া দেখান যেন পালাতে পারলেই বাচেন!
যাহোক, এমন কিছু গদগদে গদ্যজনদের সাথে মিশে দেখেছি এবং বুঝতে চেষ্টা করেছি এরা কেন কবিতাকে সতীন অথবা কট-ভায়রা মনে করে!
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার মিষ্টত্ব শর্করারোগীদের জন্য হাণিকর!
আশেপাশে খুজলেই এমন ডায়বেটিকরোগী পেয়ে যাবেন!
কবিতা পরিপাকে ঝামেলা আছে জনগনের!
আপনি চমৎকার মিলাতে পারেন, আমরা পড়েই সারা
অনেক দিন পর আপনাকে পেলাম, ভালো আছেন তো?
মন্তব্য করতে লগইন করুন