এরা কেন কবিতাকে সতীন অথবা কট-ভায়রা মনে করে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ নভেম্বর, ২০১৫, ১০:০২:২৪ সকাল

কবিতা দেখলে কেউ কেউ এমনভাবে কপাল কোচকান যেন বিরক্তিকর বানর দেখছেন; এমনভাবে নাক সিটকান যেন তুচ্ছ-তুলা দেখছেন; এমনভাবে 'ধেত্তেরী' বলেন যেন পাওনাদার এসে সামনে হাজির; এমন মুখভঙ্গি করেন যেন করল্লা+নিমের ককটেল গিলেছেন মাত্র; এমন ভাব ধরেন যেন তার চৌদ্দগুষ্ঠীতে কেউ পদ্য পড়েনি; এমনভাবে হাত-পা ঝারেন যেন বিচ্ছু লেগেছে সারাগায়; এমন তাড়াহুড়া দেখান যেন পালাতে পারলেই বাচেন!

যাহোক, এমন কিছু গদগদে গদ্যজনদের সাথে মিশে দেখেছি এবং বুঝতে চেষ্টা করেছি এরা কেন কবিতাকে সতীন অথবা কট-ভায়রা মনে করে!

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348072
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কবিতার মিষ্টত্ব শর্করারোগীদের জন্য হাণিকর!
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৪
289054
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম,
আশেপাশে খুজলেই এমন ডায়বেটিকরোগী পেয়ে যাবেন!
348099
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
রফিক ফয়েজী লিখেছেন : কবিতা বুঝতে একটু কষ্ট হয় বলেই অনেকে এ পথ এড়িয়ে চলেন।
348157
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

কবিতা পরিপাকে ঝামেলা আছে জনগনের!

আপনি চমৎকার মিলাতে পারেন, আমরা পড়েই সারা Day Dreaming
348171
০২ নভেম্বর ২০১৫ সকাল ১০:১০
আয়নাশাহ লিখেছেন : পালাবে না কেন, এই যে আপনিই বললেন "কট-ভায়রা"। এটা কি জিনিস রে ভাই? এমন সব শব্দ শুনে কার হিম্মত আছে আপনাদের সামনে দাঁড়ায়?
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
289053
সুমন আখন্দ লিখেছেন : যাক!আপনি বলার সুযোগ করে দিলেন; যিনি আমার প্রেমিকাকে ফুসলিয়ে বিয়ে করেছেন, অর্থাৎ যার কাছে আমি 'কট' হয়েছি, সে আমার "কট-ভায়রা"
অনেক দিন পর আপনাকে পেলাম, ভালো আছেন তো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File