আমি সাক্ষী সে ইতিহাসের ,,,

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৯ জুন, ২০১৩, ০১:৫৩:০৭ রাত

তুরস্কের এরদোগান সরকারের প্রতি বিশ্ব মিডিয়ার বিমাতা সুলভ আচরণের প্রধান কারণ গুলোর মধ্যে ২ টি আপনাদের সামনে উপস্থাপন করব ,প্রথমত বিশ্ব অর্থনীতিতে তুরস্কের দিন দিন উন্নতি । যে দেশটি ২০০২ সালে বিশ্ব অর্থনীতিতে ২৬ তম ছিল সে দেশটি এখন ২০১৩ সালে এসে হল ১৬ তম ।GDP হার ২৩০ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৮০ বিলিয়ন । একটি মুসলিম দেশের এমন উন্নতি কিভাবে সহ্য করবে পাশ্চাত্য সমাজ !! আর দ্বিতীয়ত তার আকাশচুম্বী জনপ্রিয়তা ,যার প্রমাণ বহন করে নিচের এ ছবি ।



গত রোববার ইস্তানবুলে বিশাল জনসভা অনুষ্ঠিত হয় । ২০লাখের অধিক লোকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমান করে কতটা জনপ্রিয় তিনি । জনসভাটি ছিল মূলত তুরস্কে বর্তমানে কিছু সহিংসতাকারীদের দ্বারা করা 'ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন ইতিহাস রচনার' আমি সে ইতিহাসের সাক্ষী হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি ,দুই ঘন্টা দীর্ঘ বক্তব্যে জনগনকে যেভাবে মুগ্ধ করে রেখেছে ,আমি সত্যি বিমোহিত হয়ে গেলাম, আমার জানা নাই বিশ্বে অন্য কোন প্রধানমন্ত্রী আছে কিনা যে তার জনগণকে এভাবে বিমুগ্ধ করে রাখতে পারে তার বক্তব্যের দ্বারা ,সত্যিই অসাধরন।তুরস্ককে নিয়ে ষড়যন্তের আরো অনেক কারণ আছে তা আপনাদের সামনে আরেকদিন তুলে ধরব

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File