খামচে ধরা অনুভূতিঃ পর্ব -২
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৯ জুন, ২০১৩, ০১:১০:২৩ রাত
[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedi পরক্ষনেই নাইম চিন্তা করলো ওদেরকে একটু পচিয়ে দেই । এই ভাবনা থেকেই একেবারে কাছে এসে কতকটা বিটলামির সাথে সালাম দিল - আসসালামু আলাইকুম, আপারা কেমন আছেন ? আনিকা সালামের উত্তরটা দিয়ে কিছুটা বিব্রতবোধ করলো একটা অচেনা মানুষ সামনে দাড়িয়ে আছে দেখে । ____আরে আপনি কে? ___আমি নাইম । ____এখানে কি চান ? ___আপনাদের সাথে পরিচিত হতে এলাম । ___আমি আনিকা ।আর ওনি ছামিরা । আমরা আপনার মতো পর্যটক । গ্রামের বাড়ী পটুয়াখালী । বর্তমানে ঢাকাতে থাকি । পেলেন তো আমাদের পরিচয় ,এখন চলে যেতে পারেন । না, আপনার পরিচয় দিয়েই যান , না হয় ওপাশে গিয়ে আবার বলবেন -সেকেলে কোথাকার ,একটু আমার পরিচয়টা জানতেও চাইলনা । নাইম একেবারে থতমত খেয়ে গেল । আরে !আমি সেকেলে বললাম তা জানল কেমন করে ! সুনেছি এসব জায়গায় জিন টিন থাকে ,তাহলে কি এরা জিন জাতের মেয়ে অর্থাৎ পরী নাকি ! কিছুটা সাহস নিয়ে চিন্তা করল, যাই হোক আমাকে কিছু বলতেই হবে । ___আমার নাম নাইম । ____আরে তা তো আগেই শুনলাম বল্ল আনিকা !এর পর থেকে বলেন । ____আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করছি । গ্রামের বাড়ী কুষ্টিয়া । বর্তমানে ঢাকা ধান মণ্ডিতে থাকি । এখানে ঘুরতে আসলাম । ____ঠিক আছে এখন মন ভরে ঘুরে বেড়ান -বলল আনিকা । ____আচ্ছা আপা ,আপনারা কি এখানে মজা করতে আসেননি ? __মানে ? ____এই ধরুন ,গোছল করা ,ছুটাছুটি করা এসব আরকি । ____আমরা কি করব কি করব না তা আপনাকে বলতে হবে ? ____না তা হবে কেন ।আপনারা সমুদ্র- সৈকতে এসে একেবারে বোরকা মুড়ি দিয়ে বই নিয়ে বসে আছেন তো তাই জিজ্ঞ্যেস করলাম ।এই আধুনিক যুগে জন্ম নিয়েও আপনারা পুরাতন ধ্যান- ধারনা লালন করছেন ? এতে আমরা জাতিগতভাবে শুধু পিছিয়েই যাচ্ছি ।দুঃখ্য এখনও পর্যন্তু আমরা আধুনিক হতে পারলাম না ।আথচ ভারত, কত এ গিয়ে ।সেখানে ছেলে মেয়ে একসাথে সব কিছু করছে । এজন্যই তো তারা বিশ্বে আজ ফিল্মে সেরা জায়গাটি দখল করছে । কি করেনি ? আর আমরা ! এখনও মধ্যযুগীয় কালচার নিয়ে মাতামাতি করছি ।এর অর্থ কি দাঁড়ায় ?আমরা কখনই জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবনা । এক নাগারে এতগুলো কথা বলে নাইম থামল । মনে মনে নিজেকে লম্বা করে একটা স্যালুট দিল- বেশ বেশ ,তুমি তো ভালই পার । কে বলছে তুমি পারনা ? ওদেরকে পচানিটা সে রকম হয়েছে । এই না হলে কি আর নাইম ! নাইম একেই বলে । কি আপারা কেমন লাগে ? নাইম মনে মনে বলাও শেষ করল, আধুনিকতার খুশী নিয়ে । _________আনিকা এত সময় পর্যন্তু বইয়ের দিকে তাকানো অবস্থায়ই কথাগুলো অত্যন্ত ধৈর্য্যের সাথে শুনল । এবার মাথা উঁচু করে তাকাল । নাইমকে বলল, আপনার সাহস তো কম না ! এখানে দাঁড়িয়ে আমাদেরকে আধুনিকতা শেখাচ্ছেন ! ইচ্ছে হচ্ছে আপনাকে একটা আস্ত পাগল ও মূর্খ বলতে । কিন্তু বলছিনা শুধু এই জন্যে যে, আপনি নিজেকে শিক্ষিত হিসেবে পরিচয় দিয়েছেন । আপনি জানেন না বিনোদন আসলে কাকে বলে । বিনোদন তাকেই বলে যা করে মনে আনন্দ পাওয়া যায় - কিন্তু তাতে কোন নোংরামি থাকবেনা । আমি একি সাথে বই পড়ছি, সমুদ্রের দৃশ্যও দেখছি, আবার সুখকর বাতাসও ভোগ করছি এর সবটাই এখন আমার জন্য বিনোদন- কারন, আমি এসব করে মনে ভীষণ আনন্দ পাচ্ছি । আধুনিতার জ্ঞানে আপনি যারপর নাই অজ্ঞ । আধুনিকতা মানে প্রকাশ্যে নগ্ন হওয়ার নির্লজ্জতার প্রতিযোগিতা নয় ,-যা আপনার পছন্দের দেশ ভারত ও পাশ্চাত্যরা করছে এবং আপনিও যা পছন্দ করেন । আধুনিকতা হচ্ছে, সমকালীন জ্ঞানবিজ্ঞানে পারদর্শিতা অর্জন ও তাতে পিছিয়ে না থাকা । আপনি বোরখার ব্যাপারে কথা বলেছেন -কাপড় পরাটাই হচ্ছে সভ্যতা ও আধুনিকতা । আর না পরা বা অর্ধনগ্ন থাকাটাই হচ্ছে অসভ্যতা ও আদিমতা -কারন, আগেকার যুগে বহু মানুষ ন্যাংটা বা গাছের ছাল দিয়ে কিছুটা ঢেকে থাকত ,ক্রমান্বয়ে সভ্যতার উন্নতি ঘটিয়ে লোকেরা পূর্নরুপে কাপড় পড়তে শিখেছে । ____কথা শেষ না হতেই হঠাৎ এক যুবক এসে জিজ্ঞ্যেস করল- আনিকা,কার সাথে কথা বলছ? ০০০০০০০০
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন