বিশ্বাস,ভরসা এবং আশা

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১৩ জুন, ২০১৩, ১০:১৩:২০ সকাল

১. একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতাসহ এলো।

এটাই বিশ্বাস ...

২. আপনি যখন কোন শিশুকে শুন্যে ছুঁড়ে খেলা করব সে তখন হাসতে থাকে কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন।

এটাই ভরসা ....

৩. প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব।

তবুও আমরা পরের দিনের জন্য এলার্ম দিয়ে রাখি।

এটাই আশা ...

কাজেই আল্লাহর উপর বিশ্বাস,ভরসা এবং আশা রাখুন মনে রাখবেন: “প্রত্যেক প্রাণীই মৃত্যুরস্বাদ গ্রহন করবে”

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File