কম্পিউটারের নেটওয়ার্কিং ডিভাইজ

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১০ জুন, ২০১৩, ১১:৫৩:০২ সকাল

একটি কম্পিউটার একজন মাত্র ব্যক্তি ব্যবহার করবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রয়োজন মেটাতে যদি এমন হয় একই তথ্য কয়েকটি কম্পিউটার একত্রে ব্যবহার করবে তবে অবশ্যই নেটওয়ার্কিং এর প্রয়োজন আছে। বাসা-বাড়িতে দেখা না গেলেও বর্তমানে প্রায় সকল আর্থিক প্রতিষ্ঠানে এমনটি লক্ষ্য করা যায়। যেখানে বিদ্যমান থাকে একটি মূল সার্ভার এবং কয়েকটি পিসি। এতো বললাম বড় প্রতিষ্ঠানের কথা, ছোটখাট অনেক প্রতিষ্ঠান আছে যারা কোন আলাদা সার্ভার সিষ্টেম ব্যবহার করে না শুধুমাত্র দু-তিনটি পিসিকে নেটওয়ার্কিং এর আওতায় নিয়ে আসে যাতে করে সকল পিসির তথ্য সকল কম্পিউটার থেকে ব্যবহার করা যায়। যেভাবেই নেটওয়ার্কিং করা হোক না কেন নেটওয়ার্কিং ডিভাইজ কিন্তু লাগবেই। নিচে কিছু নেটওয়ার্কিং ডিভাইজ উল্লেখ করা হল:

পিসিআই ল্যান কার্ড: ইহা একটি ইন্টারনাল নেটওয়ার্ক ডিভাইস। যার মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্ক করা হয়ে থাকে।

ওয়ারলেস ল্যান কার্ড:

কম্পিউটার ক্যাবল ব্যবহার না করে যে ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্কিং করা হয় তাকে ওয়ারলেস ল্যান কার্ড বলে।

ব্লুটুথ:

আধুনিক প্রযুক্তিতে কম দূরত্বে ডাটা ট্রান্সফার করার জন্য এ ডিভাইজটি ব্যবহৃত হয়ে থাকে।

আজ এ পর্যন্তই। সামনে আবার লিখব নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভাল থাকুন।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File