সইতে পারি
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ৩০ মার্চ, ২০১৪, ১০:৪৭:০৮ সকাল
আমি কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে পাই জ্বালা ;
যে করে মোরে ঘৃণা
আমি দেই তারে প্রীতির মালা ।
মোর পানে না হেরিয়ে কেহ
বদন ফিরায়ে লয় ;
পশ্চাতে যদি মোর কুত্সা রটে
সবার কর্ণে কয় ।
তবুও ভালবাসি তারে আমি
দেই সদা মান ;
হয়না তো ঘৃণা সৃজন
বাড়ছে হৃদয় টান ।
দ্বাদশ বছর তুমি তা
বুঝেছ নিশ্চয় ,
সদা যাঞ্চা করি হিয়াতে যেন
মানবতা বোধ হয় ।
আমার মজাই লাগে কষ্ট যাতনা
লাগেনা যে তিক্ত ;
আমি সইতে পারি হাসি মুখে
অজস্র ব্যথা যত ।
জানি একদা ভ্রান্ত ভাঙ্গবে তোমার
শুধু প্রয়োজন কিছুকাল অপেক্ষার ;
কয় যে ক্ষুদ্র,সে অণু সমান
সইতে পারে যে,সে বিরাট মহান ।
বিষয়: সাহিত্য
৯৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(কবি আপনি অসাধারন লিখেন !)
আমার ব্যথার হাজার কথা,
বলবো আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার,
ব্যথি ঘুমায়।
কেউ কখনো বুঝেনা তা,
যায়না তাকে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।
মুখ খুলে সে বলে না তার,
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার,
ভুলের নানান কথা।
যৌবন গেল জীবন যায় আজ,
হয়না তাকে চেনা,
চায় বলিতে দুঃখ গাথাঁ,
মন যে করে মানা।
মন্তব্য করতে লগইন করুন