মেঘ করিছে কালো
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৩ মার্চ, ২০১৪, ১০:২৭:২৫ সকাল
মেঘ করিছে কালো
লাগছে বেজায় ভাল
বিষটি নামবে এখনি
আম্মু দিবে বকুনী ।
ভিজতে গেলে আছে মানা
হবে নাকি কঠিন জ্বর
ধুত্ ছাই ভাল্ লাগেনা
এই বাড়ি এই ঘর ।
কি করিব কোথায় যাব ?
বলে দাওনা বাদল ভাই
কি করিলে তোমায় পাব ?
তোমার সনে খেলতে চাই ।
বিষয়: সাহিত্য
৯৪৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন