মেঘ করিছে কালো

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৩ মার্চ, ২০১৪, ১০:২৭:২৫ সকাল

মেঘ করিছে কালো

লাগছে বেজায় ভাল

বিষটি নামবে এখনি

আম্মু দিবে বকুনী ।

ভিজতে গেলে আছে মানা

হবে নাকি কঠিন জ্বর

ধুত্ ছাই ভাল্ লাগেনা

এই বাড়ি এই ঘর ।

কি করিব কোথায় যাব ?

বলে দাওনা বাদল ভাই

কি করিলে তোমায় পাব ?

তোমার সনে খেলতে চাই ।

বিষয়: সাহিত্য

৯৪৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196513
২৩ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম
196521
২৩ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
বিদ্যালো১ লিখেছেন : shundor hoyeche.
196664
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
196735
২৩ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালোই লাগলো-
196779
২৩ মার্চ ২০১৪ রাত ১০:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
197459
২৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগ্রো পিলাচ
199665
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৪
বিন হারুন লিখেছেন : আকাশে মেঘ করলে আমার মোটেই ভাল লাগে না. তার নাকি বেশ ভাল লাগে কারন বৃষ্টি হলে সে জানালার পাশে বসে বিচি চিবুতে পারে. আমি পারি না, কারন আমার বাহিরে কাজ করতে হয়. খুভ ভাল লাগ্লো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File