রং বদলাই

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০২ মার্চ, ২০১৪, ০৯:০৯:৪২ সকাল



সবাই বলে দূর্বা ঘাসে জমে থাকে

ওগুলো শিশির বিন্দু

আমি বলি ও যে রাত ভর কাঁদে

ওগুলো তার অশ্রু ফোটা ।

দিবা সূর্য কিরণে ধীরে ধীরে শুকোয়

কষ্ট দাগ মানুষের গোচরে নিঃচিহ্ন হয়

ঐ দূর্বা ঘাস আর আমাতে কোন ফারাক নেই ।

তুমি কি মাঘের হিম বায়ু করেছ অনুভব

ঐ তুষারময় ঠান্ডা একদিনে হয়নি উদ্ভব ;

একাদশ মাসে আঁখির সলিল জমে হয়েছে এমন

আমার শ্বাসে অধিকতর তুষার হিম করে আগমন ।

ঐ হিম সমীর আর আমাতে কোন দেয়াল নেই ।

তুমি অতল সিন্ধু বারির বাতাশী মাছের

দেখেছ ছোটা ছোটি জীবন বাঁচার ?

কত কায়দা করে জীবন রক্ষার্থে জলজ হায়নার আক্রমনের

হেথায় সেথায় লুকায় ত্যাগিয়ে নিদ্রা আহার ।

ক'জন হেরিছে তা ?

আজও প্রবল বেগে তাড়া করে আমারি

সারা বেলা দিবা শর্বরী

তোমার দেয়া দুঃখ যাতনা ব্যথা ।

বাতাশী মত্‍স আর আমাতে কোন তফাত্‍ নেই

মোরা দুটি পুষ্প এক বৃন্তেই ।

আমি রাতে যেমন দিনে তার ভিন্ন

রং বদলাই কষ্ট আচ্ছাদনের জন্য ।

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185373
০২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
185376
০২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৬
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভাই দারুন- অনেক ধন্যবাদ
185385
০২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
আওণ রাহ'বার লিখেছেন : হৃদয়ে লাগিলো কবিতাখানি।
অনেক ধন্যবাদ ভাইয়া।
185386
০২ মার্চ ২০১৪ সকাল ১০:০০
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া কবিতাপু ব্লগ থেকে অভিমান করে চলে গেছেন Sad Sad Crying Crying
কবিতাপু কেমন আছেন জানিনা Crying Crying Sad Sad Crying
185390
০২ মার্চ ২০১৪ সকাল ১০:১৩
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
185531
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৮
185627
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
বিন হারুন লিখেছেন : পিলাচ Rose
185746
০২ মার্চ ২০১৪ রাত ১০:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন কবি, অনেক ধন্যবাদ
186644
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
বিদ্যালো১ লিখেছেন : shundor likhechen .
১০
187133
০৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
১১
188473
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File