" ব্যর্থ থেকে শিক্ষা "

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১৩ জুলাই, ২০১৩, ০৮:১১:০০ রাত

ব্যর্থ জীবন উপলোব্দির তুমি আমার শিক্ষক ।

লও অধমের লাখো সালাম যে তোমার ভক্ষক ।

তুমি ভালই করেছ , চিত্তে অনল জ্বলেছ ।

শিক্ষা দিয়েছ ব্যর্থ বেদনা ।

তোমারে করি ভক্তি , দিয়েছ শির উচ্চের শক্তি । তোমার প্রতি নেই কোন লাঞ্চনা ।

তুমি মোর প্রাণের দোসর ।

তোমার ধারে করি হস্ত জোড় ।

তুমি খুঁজে দিও মোরে সহস্র কোটি বন্ধু তোমার ন্যায় ।

বাস্তব জীবনের শিক্ষা লভিবো যত পাব কঠিন হেয় ।

ব্যর্থ থেকে লয়না যে শিক্ষা, সে কভু নয় জ্ঞানি ।

জীবন মানেই জল, মরণ মানেও পানি ।

যদি কোন অবকাশ মেলে ।

মোরে বরীয় কুঞ্জ অনলে ।

পুড়িবো সানন্দে হাসি হাসি ।

আমি শিখতে ভালবাসি ।

জীবন তো মহা ধাতু পুড়ে হয়না কালো ।

যতই পুড়িবে ফুটিয়ে উঠিবে সৌন্দর্য্যের আলো ।

মোর ব্যথাহীন কোন অঙ্গ নাহি,ব্যাথা লাগবে কই ?

তাই মস্তক অবনত করে,নীরবে শুধু সই ।

অবকাশ পেলে যাব তোমার স্বর্গালয়ে ।

লুকিয়ে থেকনা মোর ভয়ে ।

ভাগিদার হতে নহে ধ্বংশ করিতে নয় ।

রেখনা হিয়ার মাঝে কোন সংশয় ।

অনুগ্রহ করে দিও মোরে এক পেয়ালা গরল ।

তোমার হস্তে লইলে স্বাদ জীবন হইবে বিরল ।

তুমি তাহা পারিবে মোর চিত্তে রহিয়াছে বিশ্বাস ।

পরম ইচ্ছা তোর হস্ত দ্বারা ত্যাগিবো শেষ নিঃশ্বাস ।

যে সহিবে ব্যর্থ বেদন লভিবে শিক্ষণ ।

অসহ্য জীবন করে বিনাশ তারা চরম বিজন ।

ব্যর্থহীন জীবন একটি অসম্পূর্ণ মানব ।

শুধু সফলে নাহি বুঝিবে জীবনের তান্ডব ।

বিষয়: সাহিত্য

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File